হিমুর জানাজা সম্পন্ন, লক্ষীপুরে দাফন

শুক্রবার (৩ নভেম্বর) জুমার নামাজের পর অভিনেত্রী হুমায়রা হিমুর জানাজা অনুষ্ঠিত হয়েছে তেজগাঁওয়ের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ প্রাঙ্গণে। এতে নাট্যাঙ্গন ও চলচ্চিত্রের নির্তামা-অভিনয়শিল্পীসহ অনেকেই অংশ নেন। এরপর সেখান থেকে দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হয় হিমুকে বহনকারী অ্যাম্বুলেন্স। জানাজা শেষে হিমুর মৃত্যুতে শোক প্রকাশ করেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

এদিকে হিমুর মৃত্যুর সঙ্গে নাম জড়িয়েছে তার কথিত প্রেমিক জিয়াউদ্দিন রাফির। এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন তিনি। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে এক বার্তায় জানানো হয়েছে বিষয়টি। 

বৃহস্পতিবার বিকেলে উত্তরার নিজ ফ্ল্যাটে ফ্যানের হ্যাঙ্গারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় হিমুর দেহ। এরপর উত্তরায় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০০৫ সালে ছোটপর্দায় নাম লেখান হিমু। অল্পদিনেই লাভ করেন জনপ্রিয়তা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ উল্লেখযোগ্য। চলচ্চিত্রেও অভিনয় করেছেন হিমু। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ ছবিতে অরু চরিত্রে দেখা যায় তাকে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news