সামাজিক মাধ্যমে অন্তরঙ্গ ছবি, দীঘি বললেন শুধুই বন্ধুত্ব
কয়েকদিন আগে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি জানিয়েছিলেন, এ জীবনে কারও প্রেমে পড়েননি তিনি। সেই রেশ না কাটতেই সামাজিক মাধ্যমে পাওয়া গেল এক তরুণের সঙ্গে তার অন্তরঙ্গ কিছু ছবি। দেখে বোঝা গেল দীঘি চুটিয়ে প্রেম করছেন।
মাহিমিন রাশিদ নামের এক তরুণের ফেসবুক আইডিতে দেখা গেছে, তার সঙ্গে দীঘির বেশকিছু অন্তরঙ্গ ছবি রয়েছে। ছবিগুলোর কোনোটায় কাঁধে মাথা রেখে সমুদ্র দেখছেন দীঘি। আবার কোনোটায় খুনসুটিময় মুহূর্তে ধরা পড়েছেন তারা। তবে বিষয়টিকে প্রেম বলে স্বীকার করতে নারাজ দীঘি। সম্পর্কটিকে শুধুই বন্ধুত্ব বলে দাবি করেছেন তিনি।
কিন্তু এভাবে অন্তরঙ্গ ছবি যার সঙ্গে সে কী শুধুই বন্ধু? প্রশ্নের উত্তরে খানিকটা থমকে যান দিঘী। খানিক পর বলেন, ‘প্রেমটেম কিছু নেই আমাদের। সে আমার কেবলই বন্ধু। ছোটবেলার বন্ধু।’ দীঘির এমন দাবি বিশ্বাসযোগ্য হতে পারত। কিন্তু সেটি সম্ভব হয়নি পরের ঘটনায়। কেননা দীঘির সঙ্গে গনমাধ্যমের কথোপকথনের পরই দেখা যায়, ওই তরুণের ওয়াল থেকে সেসব ছবি মুছে ফেলা হয়েছে।
এর আগেও দীঘিকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বরাবরই অভিনেত্রী সেসব অস্বীকার করেছেন। সেসময় গনমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘প্রেমের ঘটনা সত্য নয়। এটি ছিল শুধুই রটনা। নায়িকাদের আসলে ঘটনা ঘটা লাগে না, এমনিতেই গুজব ছড়ায়। তবে মিডিয়াতে অনেকে প্রেম করেও অস্বীকার করেন। যখন খবরটির সত্যতা প্রকাশ্যে আসে, তখন অন্যদের প্রেমের সত্যিকারের গুজবও বিশ্বাস করেন না দর্শক। এসব কারণেই আমরা প্রেম না করেও ফাঁসি।’
তিনি আরও বলেছিলেন, ‘যখন হবে, তখন এটি দেখা যাবে। পাঁচ-ছয় বছর পরে বিয়ের চিন্তা। তবে এর মধ্যে যদি প্রেম হয়, তাহলে প্রেমের বিয়ে হতে পারে। আর না হলে পারিবারিক পছন্দেই বিয়ে করে ফেলতে পারি। এ জীবনে এখনো কারও প্রেমে পড়িনি। অনেকে প্রেমে পড়তে চেয়েছেন কিন্তু সাড়া দিতে পারিনি, এটি আমার ব্যর্থতা বলতে পারেন।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


