বাংলাদেশের গরিবপুর যুদ্ধ দেখাবে বলিউড
মহান মুক্তিযুদ্ধের সময় সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসা ভারতীয় মিত্রবাহিনীর বহরে ছিল যুদ্ধ ট্যাংক পিটি-৭৬। এটি উভচর ট্যাংক, অর্থাৎ ডাঙায় চলাচলের পাশাপাশি জলেও ভাসতো। যশোরের চৌগাছা উপজেলার গরিবপুরে সংঘটিত অবিস্মরণীয় যুদ্ধে এমন কয়েকটি ট্যাংকের কারণেই পাকিস্তানি সেনাদের শোচনীয় পরাজয় ঘটে। তখন এই ট্যাংককে ভারতীয় সেনারা ‘পিপ্পা’ নামে ডাকতেন। এবার এই নামে বলিউডে নির্মিত হয়েছে একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। যেখানে ১৯৭১ সালে গরিবপুর যুদ্ধের বীরত্বগাঁথাকে উপস্থাপন করা হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল গরিবপুরের যুদ্ধ। এটি ‘ব্যাটল অব গরিবপুর’ নামে পরিচিত। ভারতের বিভিন্ন সামরিক কলেজে এই অভাবনীয় সাফল্যের ইতিহাস পড়ানো হয়। যেখানে ভারতীয় মিত্রবাহিনীর ৪৫ ক্যাভালরির স্কোয়াড্রনের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন ক্যাপ্টেন বলরাম সিং মেহতা। তিনি ‘দ্য বার্নিং শ্যাফিস’ গ্রন্থে গরিবপুরের যুদ্ধে জয়ী হওয়ার ঘটনা বিশদভাবে লিখেছেন।
‘পিপ্পা’ সিনেমায় বলরাম সিং মেহতার চোখ দিয়ে দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের গল্প বলা হয়েছে। এতে ক্যাপ্টেন বলরাম সিং মেহতা চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। যাকে সংবাদকর্মীর ভূমিকায় দেখা যাবে এ সিনেমায়। এছাড়া আরেও অভিনয় করেছেন প্রিয়াংশু পেনিয়ুলি, সোনি রাজদান প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ. আর. রাহমান। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
রাজা কৃষ্ণা মেনন পরিচালিত ‘পিপ্পা’র চিত্রনাট্য লিখেছেন তন্ময় মোহন, রবিন্দর রানধাওয়ার ও পরিচালক নিজেই। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন রনি স্ক্রুভালা (আরএসভিপি) ও সিদ্ধার্থ রয় কাপুর (রয় কাপুর ফিল্মস)। আগামী ১০ নভেম্বর ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এ সিনেমা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


