বুবলী-তাপসের পরকীয়া নিয়ে মুন্নীর পোস্ট, অপু বললেন, সকালটা সুন্দর

গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী সামাজিক মাধ্যম ফেসবুকে স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বুবলীর।

নিজের ফেসবুকে মুন্নী লিখেছেন, ‘তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!’

তবে পোস্টটি বেশিক্ষণ রাখা হয়নি মুন্নীর ফেসবুকে। একটু পরই তা মুছে দেওয়া হয়। এদিকে ওই পোস্টের স্ক্রিনশট এরইমধ্যে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যদিও তাপস-মুন্নীর ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছে বলে দাবি করেছেন গানবাংলার জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক। তবে সেসবে বিশ্বাস নেই নেটিজেনদের। তারা একেকজনে একেক রকম মন্তব্য করছেন।

এদিকে মধ্যরাতে মুন্নীর স্ট্যাটাস-কাণ্ডের পর শনিবার অপু বিশ্বাস নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সকালটা সুন্দর উল্লেখ করে ক্যাপশনে লিখেছেন, ‘আজকের সকালটা অনেক সুন্দর। দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, বিশ্বাস। আসলেই মানুষের জীবন সুন্দর।’

তবে বুবলীর সঙ্গে তাপসের নাম জড়ানোর খবর শুনে অপুর সকাল সুন্দর হয়ে উঠেছে কী না সে প্রসঙ্গে কিছু বলেননি অভিনেত্রী। যদিও নেটিজেনদের কেউ কেউ মন্তব্যের ঘরে বুবলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা মুন্নীর সে পোস্টের স্ক্রিনশট রেখে গেছেন। সেসব নিয়েও কিছু বলেননি শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news