আন্টি বলায় মামলা করবেন অভিনেত্রী

ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’য় অভিনয় করে বেশ পরিচিত পান আনসুয়া ভরদ্বাজ। এরপর থেকে কিছু বিতর্কের কারণে সমালোচিতও হয়েছেন তিনি। সম্প্রতি দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সংলাপ নিয়ে প্রকাশ্যে খোঁচা দিয়েছেন এই অভিনেত্রী। আর তাই সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন আনসুয়া। অনেকে তাকে ‘আন্টি’ বলেও কটাক্ষ করেছেন। তার নামের সঙ্গে ‘আন্টি’ শব্দের এতো বেশি ব্যবহার হয়েছে যে, শব্দটি রীতিমতো এক্স (টুইটার) ট্রেন্ডে পরিণত হয়েছে।

আন্টি’ বলায় এবার চটেছেন অভিনেত্রী আনসুয়া। তিনি জানিয়েছেন, এবার তাকে কেউ আন্টি বললেই তাদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করবেন।

আনসুয়া জানিয়েছেন, শব্দটি ভুল নয়। বাচ্চারা বা ছোটরা তাকে আন্টি বললে অসুবিধা নেই। কিন্তু যারা একই বয়সী হয়েও এই শব্দের ব্যবহার করছেন, তারা এমনটা ইচ্ছাকৃতভাবেই করছেন। যা তার জন্য অসম্মানজনক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না যারা ট্রল করছেন তারা কখনো মুখোমুখি হয়ে এমন মন্তব্য করার সাহস পাবে কি না। নারীদের প্রতি এভাবে ঘৃণা দেখানো অপরাধ। তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনে পুলিশি ব্যবস্থা নেব আমি।’

আনসুয়া মনে করেন তাকে আক্রমণ করার জন্য বিজয় দেবেরাকোন্ডা ট্রোলারদের টাকা দেন। সেজন্যই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে এসব নোংরামো হয়। সূত্র: টিভি নাইন

উল্লেখ্য, ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘পুষ্পা: দ্য রুল’ ছাড়াও খুশি, ‘ফ্ল্যাশব্যাক’, ‘মাইকেল’, ‘খিলাড়ি’সহ দক্ষিণের একাধিক ছবিতে অভিনয় করেছেন আনসুয়া। কাজ করেছেন টেলিভিশন সিরিয়ালেও।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news