হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তানজিন তিশা

 বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে হঠাৎই ছড়িয়ে পড়ে অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যা চেষ্টার খবর। সে সময় শোনা যায়, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার কারণে বুধবার রাতে বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

 আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত না করলেও অভিনেত্রীর হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেছিলেন শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। এরপর বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) বিকেল ৪টায় অভিনয় শিল্পী সংঘের পক্ষ পাঠানো এক বার্তায় জানানো হয়, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিশা।

বাসায় ফিরেই ভক্ত আর শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন তিশা। এক বার্তায় তিশা বলেন, ‘আপনাদের সবার আবেগ, উৎকন্ঠা ও প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।’ তবে আত্মহত্যার চেষ্টার বিষয়ে তিশা কিংবা অভিনয় শিল্পী সংঘ এখনও স্পষ্ট কিছু বলেননি।
বৃহস্পতিবার সকালে আহসান হাবিব নাসিম বলেন, ‘তানজিন তিশা গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তার বোন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news