আম্বানির পার্টিতে সাপ হাতে শাহরুখ খান
ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও তার পরিবারের সঙ্গে বলিউড বাদশা শাহরুখ খানের সখ্যতা বেশ পুরোনো। নিয়মিতই আম্বানি পরিবারের পার্টিতে দেখা যায় তাকে। শনিবার (১৮ নভেম্বর) মুকেশের মেয়ে ইশা আম্বানি আর আনন্দ পরিমলের যমজ সন্তান কৃষ্ণা আর আদিয়ার জন্মদিনের পার্টি ছিল। সেই পার্টিতে উপস্থিত হয়েছিলেন শাহরুখ।
ইতোমধ্যে ওই পার্টির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা শাহরুখের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কালো স্যুট ও কালো চশমা পরে পার্টিতে পৌঁছেছিলেন বাদশা। তখন শাহরুখের সঙ্গে হাস্যরস ও মজা করছেন আম্বানির ছোট ছেলে অনন্ত ও তার বাগদত্তা রাধিকা মার্চেন্ট। এ সময় হটাৎ কিং খানের হাতে হলুদ রঙের একটা জ্যান্ত সাপ ধরিয়ে দিয়েছেন অনন্ত।
পরক্ষণেই দেখা যায়, অন্য এক ব্যক্তি আবার আরও একটা সাপ তুলে দেন শাহরুখ খানের ঘাড়ে। দুটো সাপ নিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন বলিউড কিং। যদিও দেখে মনে হয়নি, খুব একটা ঘাবড়ে গিয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


