আওয়ামী লীগের এমপি হওয়ার দৌড়ে ডজনখানেক তারকা
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবছরই দেশের শোবিজ অঙ্গনে যেনো উৎসবের আমেজ সৃষ্টি হয়। পছন্দের দলের মনোনয়ন পেতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় তারকাদের। এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন অন্তত এক ডজন অভিনয়শিল্পী। এদের কেউ কেউ ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেলেছেন। যার মধ্যে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক শাকিল খান।
শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর দিনই ফরম সংগ্রহ করেন মাহি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন।’
একই দিন চিত্রনায়ক শাকিল খান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বেশ কিছুদিন ধরেই বাগেরহাট-৩ আসনে গণসংযোগ করতে দেখা গেছে তাকে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে মানুষের কল্যাণে কাজ করব। মোংলার এপার-ওপারকে সংযোগ করার জন্য একটি সেতু খুবই প্রয়োজন। এই সেতু করাসহ মানুষের কল্যাণে সবকিছু করার চেষ্টা করবো।’
দেশের দুই স্বনামধন্য অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী দু’জনেই ইচ্ছা প্রকাশ করেছেন আসন্ন সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার।
অভিনেত্রীদের মধ্যে আরও বেশ কজনার নাম আলোচনায় থাকলেও তারা কেউই মনোনয়ন ফরম তোলেননি। এদের মধ্যে অপু বিশ্বাস ফরম সংগ্রহের ব্যাপারে স্পষ্ট কিছু না বললেও অরুনা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি ও পূর্ণিমা জানালেন, তারা এবারের নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন না। তবে নির্বাচনি প্রচারণায় থাকবেন বরাবরের মতোই।
দিকে অভিনেতাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের তালিকাও বেশ দীর্ঘ। আসন্ন নির্বাচনকে ঘিরে শোবিজ অঙ্গনে সবচেয়ে বেশি চর্চিত নাম ফেরদৌস, রিয়াজ, ডিপজল ও জায়েদ খান। ফেরদৌস বলেন, ‘দলের হাইকমান্ডের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। আশা করছি ২০ নভেম্বরের আগেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’
ফেরদৌস নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখলেও রিয়াজের প্রস্তুতি শুধু প্রচারণায়। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করার মতো কোনো চিন্তাভাবনা নেই।’ রিয়াজের মতো একই ভাবনা জায়েদ খানের। তিনিও মনোনয়ন সংগ্রহ করবেন না, তবে দলীয় কার্যক্রমে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।
আসন্ন নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন চিত্রনায়ক রুবেল। অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল জানিয়েছেন, ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন তিনি।
এছাড়া ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবারও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন একই আসন থেকে। দেশের বরেণ্য অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।


