১০ জুন মুক্তি পাচ্ছে ‘বিক্ষোভ’

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া সূত্রে জানা গেছে, কথা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায় ‘বিক্ষোভ’ ছবির প্রচারণায় ঢাকা উপস্থিত থাকবেন। কিন্তু তিনি আসছেন না। বর্তমানে তিনি কলকাতার একটি ছবির শুটিংয়ে লণ্ডন রয়েছেন। সেখান থেকে শুটিং রেখে আসতে পারছেন না বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানকে। 

শামীম আহমেদ রনী পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান। তিনি বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগে বেশ কিছুদিন অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলাম প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চুর কাছে।’ 

২০১৮ সালের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে দ্রুতগতির দুই বাসের সংঘর্ষে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হয়, আহত হয় আরো ১০ জন শিক্ষার্থী। এই সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা ঢাকায় আন্দোলন শুরু করে, যা পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। সেই ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘বিক্ষোভ’। ঢাকা ও এর আশপাশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। দুটি গানের শুটিং হয়েছে ব্যাংককে। 

শান্ত খান ছবিটিতে ছাত্র আন্দোলনের নেতার চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘আমি ইউটিউব দেখে ছাত্রদের মিছিলসহ নানা মুভমেন্ট আত্মস্থ করি। প্রসঙ্গত শ্রাবন্তীর কথা না বললেই নয়, সহশিল্পী হিসেবে তার তুলনা হয় না।’ ‘বিক্ষোভ’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলম প্রমুখ।

news