মা হলেন ঋতুপর্ণা!
ভারতের নিষিদ্ধ সিনেমা ‘গান্ডু’তে অভিনয় করে আলোচনায় এসেছিলেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে ঋ। এ ছবিতে তিনি এতোটাই খোলামেলা হয়েছিলেন যে, তার শরীরে একটি সুতাও ছিলোনা।
এরপর আরেক সিনেমা ‘কসমিক সেক্স সাধিকা-এও অভিনয় করেন তিনি। এ ছবিতেও পোশাকবিহীন দেখা গেছে তাকে। বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন, পর্দায় গল্পের প্রয়োজনে পোশাক খুলতেও দ্বিধা নেই তার। সূত্র: হিন্দুস্থান টাইমস
টালিউড ইন্ডাস্ট্রির চর্চিত এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে জানালেন, তিনি মা হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে নিজের মা হওয়ার কথা জানান ঋতুপর্ণা। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, মা হয়েছি আমি। সন্তানের নাম রেখেছি নবদ্বীপ।
ঋতুপর্ণার মা হওয়ার খবরে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। কেননা, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু ফেব্রুয়ারি থেকে এ সময় পর্যন্ত বিয়ের খবর না দিয়ে সরাসরি মা হওয়ার কথা বলায় দ্বিধায় পড়ে যায় ভক্তরা।
এদিকে অভিনেত্রীর পরিচিত অনেকে বলছেন, চারপেয়ে প্রাণীকেই নিজের সন্তান বলে দাবি করছেন অভিনেত্রী। কোনো মানুষের নয়, শারমেয়র মা হয়েছেন তিনি।
বিভিন্ন সময় বিতর্কে জড়ালেও বর্তমানে অনেক শান্ত রয়েছে ঋতুপর্ণার জীবন। অনেক আগেই প্রেম ভেঙেছে তার। বর্তমানে ধারাবাহিক সিরিজে কাজ করছেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


