শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন’
শুরু হচ্ছে এক ভিন্নধর্মী রিয়েলিটি শো। “জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন”। জীবনের গল্প বলে বাড়ি জেতার সুযোগ।ইন্ড্রাস্ট্রিয়াল শ্রমিকদের নিয়ে রিয়েলিটি শো শুরু হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত হলো রিয়েলিটি শো “জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন”-এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন্ত কিংবদন্তী ছাত্রবন্ধু “মিয়া আবদুল্লাহ্ ওয়াজেদ”। মানুষ মানুষের জন্য, মহান ব্যক্তিত্ব-মহৎ কর্ম, পরার্থে যার ধর্ম। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন”-এই স্লোগানে রিয়েলিটি শোর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ২৬ ডিসেম্বর ২০২৩থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
আপনি যদি কোনো ইন্ড্রাস্ট্রিয়াল শ্রমিক (গার্মেন্টস-সহ সব ধরনের মিল-কারখানা) নারী-পুরুষ উভয়ই (বর্তমান কিংবা অবসরপ্রাপ্ত যেকোনো বয়সের) যাদের (বিশেষ অর্থে) ঘর/বাড়ি নেই। তাহলে আপনার জন্যই এই আয়োজন। উক্ত অনুষ্ঠানে আপনার জীবনে ঘটে যাওয়া গল্প বলতে হবে জীবন্ত কিংবদন্তী ছাত্রবন্ধু “মিয়া আবদুল্লাহ্ ওয়াজেদ”-এর সামনে। রিয়েলিটি শোতে অংশগ্রহণকারী সেরা ১০ জনকে পুরষ্কার হিসেবে দেয়া হবে আড়াই কাঠা জমিসহ ১০টি পাকা বাড়ি ।
[৬] প্রতিযোগীকে অবশ্যই যেকোনো ইন্ড্রাস্ট্রিয়াল শ্রমিক হতে হবে। আপনার নাম, মোবাইল নাম্বার ও ঠিকানাসহ পাঠিয়ে দিন নিচের দেয়া যেকোনো একটি মাধ্যমে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
![news](https://nbs24.org/walton-ads-april.gif)
![](https://www.nbs24.org/nbs-4-12-22.jpg)
![](https://www.nbs24.org/all-paper-ads.jpg)