ইরানের সিনেমা ভেরাইটে শীর্ষ পুরস্কার জিতেছে ‘দ্য গোল্ডেন থ্রেড’

ইরানের ১৭তম আন্তর্জাতিক তথ্যচিত্র চলচ্চিত্র উৎসব সিনেমা ভেরাইটের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে পূর্ণ দৈর্ঘ্য তথ্যচিত্র ক্যাটাগরিতে প্রধান পুরস্কার জিতেছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা নিশথা জৈনের ‘দ্য গোল্ডেন থ্রেড’।

শনিবার রাতে সিনেমা ভেরাইটের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
৮২ মিনিটের চলচ্চিত্রটি ভারত, বসনিয়া ও হার্জেগোভিনা, নেদারল্যান্ডস, নরওয়ে এবং যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছে। খবর মেহর নিউজের

আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের মধ্য-দৈর্ঘ্য ডকুমেন্টারি বিভাগে ক্রিস্টোফ কারাবাচের লেবানিজ ডকুমেন্টারি ‘কালাশনিকভ সোসাইটি’ প্রধান পুরস্কার জিতেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news