বড় পর্দায় অভিষেক ঘটছে আদর আজাদ-মিথিলার
ছবি দুটি হলো অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ও সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’। অনন্য মামুনের ছবিটিতে জুটি হয়ে এসেছেন মিথিলা ও নিরব। সৈকত নাসিরের ছবিটিতে জুটি বুবলি ও আদর আজাদ। সৈকত নাসির গণমাধ্যমকে বলেছেন, তার ছবিতে আদর আজাদ বেশ ভালো কাজ করেছেন। এই ছবিটির মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে। একই দিন বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলার।
তিনি খ্যাতিমান মডেল, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং অভিনেত্রী। তাকে অভিনেত্রী হিসেবে ইতোপূর্বে ছোট পর্দায় দেখা গেলেও এই প্রথম তিনি বড় পর্দায় উপস্থিত হচ্ছেন। শুধু ‘অমানুষ’ নয়, একই দিনে কলকাতায় তার অভিনীত ‘আয় খুকু আয়’ ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবিটি পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। ‘আয় খুকু আয়’ ছবিতে তার নায়ক হলেন প্রসেনজিৎ।
অমানুষ ছবি নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে মিথিলা লিখেছেন, বিষয়টি নিয়ে তিনি খুবই রোমাঞ্চিত। অপেক্ষায় আছেন দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন সেটা দেখার জন্য। এ ছবিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।
‘অমানুষ’ মূলত গহিন জঙ্গলের একটি গল্প। জঙ্গলে আটকা পড়েন মিথিলা। আর নিরব হলেন বনদস্যু। মিথিলা বলেন, ‘গল্পটা ভালো। মানে আলাদা বিষয় আছে। নিরবের লুকটা আলাদা, চোখে লাগার মতো। দর্শকরা সিনেমা হলে আমাদের দেখতে এলে খুশি হব।’
অন্যদিকে, ‘আয় খুকু আয়’ ছবিতে মিথিলা অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায়। ছবিটিতে মিথিলার অভিনয় নিয়ে প্রসেনজিৎ বলেন, ‘ছোট চরিত্রে হলেও দর্শকের মনে গভীর ছাপ রেখে যাবেন তিনি।’ ছবিটিতে প্রসেনজিৎ, মিথিলা ছাড়াও অভিনয় করেছেন দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ প্রমুখ।