শাকিবের চেয়ে রাজের সঙ্গে আমার বন্ধুত্বটা বেশি: ইধিকা

কলকাতার ছোটপর্দার পরিচিত মুখ হলেও টলিউডে সুযোগ পাচ্ছিলেন না ইধিকা পাল। এরইমধ্যে ঢালিউডে সুযোগ আসে তার। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে দেখা যায় তাকে।

ছবিটি ভাগ্য বদলে দিয়েছে তার। শাকিবের বদৌলতে এখন টলিউডে দেবের সঙ্গে সিনেমা করছেন তিনি। ঢালিউডে শেষ করেছেন শরিফুল রাজের সঙ্গে ‘কবি’ নামের একটি সিনেমার কাজ। এ ছবি করতে গিয়ে শাকিবের চেয়ে বন্ধুত্বটা বেশি হয়ে গেছে রাজের সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকা পাল বলেন, ‘শাকিব খান ও দেব দুজনই তো বড় স্টার। হুট করেই তো তাদের সঙ্গে বন্ধুত্বটা তৈরি করা যায় না। তবে তারা দুজনই একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, যাতে আমি সহজ হতে পারি। তাতে কাজ করতে সমস্যা হয় না। তারা স্টার মানুষ, বয়সেও বড়, সে রকম বন্ধুত্ব তাদের সঙ্গে হওয়ার কথা নয়। অন্যদিকে রাজ আর আমি অনেকটাই সমবয়সী। তাই রাজের সঙ্গে আমার বন্ধুত্বটা একটু বেশি।’ সূত্র: সময় টিভি

এদিকে শোনা গেছে সম্প্রতি সিয়াম আহমেদের সঙ্গে ‘সিকান্দার’ নামে একটি ছবিতে যুক্ত হয়েছেন ইধিকা। এ প্রসঙ্গে জানান, ছবিটির পাণ্ডুলিপি তার কাছে এসেছে, কিছু অংশ পড়েছেনও। তবে ছবিটি করবেন কি করবেন না- সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি অভিনেত্রী।

news