জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপনে শাকিব খান

শাকিব খান বিজ্ঞাপন করেন না সাধারণত। বিশেষ করে জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপনে তাঁকে দেখাই যায় না। এবার ইফতেকার চৌধুরীর একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাঁকে।

জিজ্ঞেলটি করার সুযোগ দিয়েছেন ইফতেকার ভাই। গেয়েছেন 'ওয়ান অ্যান্ড অনলি' আগুন ভাই।  ছবিটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় তোলা।

একটি পিক দিয়ে এভাবেই ষ্ট্যাটাস দিয়েছে নিজ এফবিতে বৃহস্পতিবার সাংবাদিক ও গীতিকার এস কে দ্বীপ।

তিনি জানান দিলেন জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপন করছেন শাকিব খান।

অন্যদিকে, বিজ্ঞাপন নির্মাতা ইফতেকার চৌধুরী তার এফবিতেও একটি পোষ্ট দিয়েছেন, ৩টি পিক দিয়ে। শিরোনাম করেছেন,'নাসাউ, বাহামাসে সুন্দর শুট। ওখানে লিখেছেন শাকিব খান। লিলি সপ।

জানা যায়, সুপারস্টার শাকিব খান এবার  আমেরিকার বাহামা দ্বীপপুঞ্জের নাসাউতে নিজের কোম্পানির বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। তার সাথে রয়েছেন মার্কিন মডেল ও অভিনেত্রী কেলসি।

শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলির বিজ্ঞাপনচিত্রের শ্যুট করতেই গিয়েছিলেন সেখানে। 

আমেরিকার বাহামার চোখ জুড়ানো লোকেশন,  শাকিব খান আর  লাস্যময়ী আমেরিকান মডেল ও অভিনেত্রী কেলসি  তিন মিলে এক ধামাকা হতে যাচ্ছে। 

রিমার্ক এইচবির অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, কেভস বিচ, কোরাল হারবার, ওশেন ক্লাব ও রক পয়েন্টের মত দৃষ্টিনন্দন ও বৈচিত্র্যময় স্পটে শাকিব খান, কেলসি ও আমেরিকান কলাকুশলীদের নিয়ে চিত্রায়িত করা হয়েছে বিজ্ঞাপনটি। 

তিনি বলেন, নয়নাভিরাম লোকেশনে চিত্রায়িত এই বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া ফেলবে।

news