কবে সিনেমায় দেখা যাবে তৌসিফকে? 

দীর্ঘদিন ধরে ছোটপর্দায় কাজ করছেন তৌসিফ মাহবুব। জনপ্রিয়তার কমতি নেই তার। ভক্তদের অনেকেই সিনেমায় দেখতে চান তাকে। অনেকের প্রশ্ন, কবে বড়পর্দায় দেখা যাবে এই অভিনেতাকে? এবার সে উত্তর দিলেন তৌসিফ।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্যরা কী বলেছেন সেটা জানি না। সে সময় আমি বলেছিলাম, এত বছর ধরে নাটক করেন নিশো ভাই, তিনি প্রথম সিনেমা হিট দিতে পেরেছেন। সে কারণে আমিও উৎসাহিত হয়েছি সিনেমায়। নিশো ভাইয়ের মতো আমিও একজন পরিপূর্ণ নাটকের অভিনেতা হিসেবে তৈরি হয়ে ফিল্ম করলে ভালো কিছু হতে পারে। আরও পরিপক্ব অভিনেতা হতে চাই। আমি নাটকে আরও দর্শক তৈরি করতে চাই, ভক্তশ্রেণি তৈরি করতে চাই। সেই পথেই আছি। আমার হাতে এখন যত ভালো সিনেমাই আসুক না কেন, করব না। এখনই সিনেমা করলে আমার জন্য ঝুঁকি আছে। সিনেমায় অভিষেকটা নিশো ভাইয়ের মতোই চাই আমি। ২০২৫ সালে যদি না-ও হয়, ২০২৬ সালে সিনেমা করব।

সমসাময়িকদের অনেকেই ওটিটিতে কাজ করছেন। সেখানেও নেই এ অভিনেতা। কারণ ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘আমি যে ধরনের গল্পে ওটিটির কাজ করতে চাই, সে ধরনের গল্প হাতে আসছে না। নাটকের জন্য যে ধরনের গল্পের, যে ধরনের বাজেটের কাজ আসে, ওটিটির জন্য অনেকটা সেই ধরনের কাজই আসে। তাহলে ওটিটিতে কাজ করা তো বৃথা। তা ছাড়া এখন নিশো ভাই একদমই নাটক করছেন না। অপূর্ব ভাই নাটক কমিয়ে দিয়েছেন। এখন পরের প্রজন্ম হিসেবে সিনিয়রদের মধ্যে আমি, জোভানরা আছি। কাজের মান ধরে রাখা বা কাজের মান ওপরে নিয়ে যাওয়া, এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সে কারণেই পরিকল্পনা করে অনেক কিছুই করতে হচ্ছে। সেই প্ল্যানে ওটিটিও আছে। অপেক্ষা করছি।

news