৬৫ লাখ টাকা করে অনুদান পেল শাকিব খান ও অপু বিশ্বাস

চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরে ১৯টি সিনেমার জন্য মোট ১২ কোটি ৫৫ লাখ টাকার সরকারি অনুদান ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

অনুদানের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোজিনা, অরুণা বিশ্বাস ও জয়া আহসানের পর নায়িকাদের মধ্যে এবার তিনি পেলেন অনুদান। এছাড়া শাকিব খানও এই প্রথমবারের মতো অনুদান পেলেন। অপু বিশ্বাস প্রযোজিত ছবিটি হলো ‘লাল শাড়ি’ এবং পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এই পরিচালকের ‘ছায়াবৃক্ষ’ ছবিতেও অভিনয় করছেন অপু বিশ্বাস। ছায়াবৃক্ষ ছবিটিও অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত হচ্ছে। 

শাকিব খান অনুদান পেয়েছেন ‘মায়া’ নামে একটি ছবির জন্য। এই ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ছবিটি নির্মিত হবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এককে ম্যুভিজ থেকে। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে নির্মিত হয়েছে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’। সম্প্রতি ‘রাজকুমার’ নামে আরও একটি সিনেমা নির্মাণ করছে এসকে ফিল্মস। সেটি চিত্রায়িত হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
চিত্রতারকাদের প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করা নতুন কোনো বিষয় নয়।

প্রারম্ভিক পর্যায় থেকে আশির দশক পর্যন্ত ঢাকার চলচ্চিত্রে যারা তারকা তৈরি হয়েছেন তাদের প্রায় প্রত্যেকেরই নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। তারা নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অনেক আলোচিত ছবিও নির্মাণ করেছেন। কিন্তু এখনকার সময়ে সেটা আর হচ্ছে না। তার মধ্যে অপু বিশ্বাসের প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করাটা প্রশংসনীয়। আশা করি অন্য নায়ক-নায়িকারাও চলচ্চিত্র নির্মাণে উৎসাহী হবেন।

news