শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি ও হত্যার বিচার চাইলেন সাবিলা নূর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার এক হয়েছেন তারা।

এদিন সকাল ১১টায় সকালে সংসদ ভবনের সামনে সমবেত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে বৃষ্টি উপেক্ষা করে সমবেত হন একদল তারকাশিল্পীরা। এ সময় তারা সকল হত্যার বিচার, গুলি ও সহিংসতা বন্ধ, গণ-গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।

 সংহতি প্রকাশকালে সংস্কৃতিকর্মীদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, আশফাক নিপুণ, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, পিপলু আর খান, শিবু কুমার শীল, রেদওয়ান রনি, জাকিয়া বারী মম, সোহেল মণ্ডল, সিয়াম আহমেদসহ অনেকে।

এ সময় সাবিলা নূর বলেন, ‘আমরা যে সকল শিক্ষার্থী ও শিক্ষকরা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি চাই এবং যেসব হত্যা হয়েছে, সেসবের বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, কে এসেছে এখানে? কারা এসেছে এখানে? এসব নিয়ে ফোকাস না করে, ফোকাসটা আমাদের মূল ইস্যুতে থাক। যারা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে আর যাদের মৃত্যু হয়েছে এর সুষ্ঠু বিচার চাই।’

সংসদ ভবনের সামনে সমবেত হওয়ার কথা থাকলেও ফার্মগেটের সামনে অবস্থান নেওয়ার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘সেখানে ট্রাফিক ছিল বেশি, তাই আমরা এখানে দাঁড়িয়েছি।’

news