সাবাশ মিথু’র ট্রেলার দেখে চমকে গেলেন সকলে! তাপসী পান্নু নন, যেন মিতালিই দাপাচ্ছেন পর্দায়
মিতালি রাজের (Mithali Raj) জীবনীছবি (Autobiography) ‘সাবাশ মিথু’র (Shabaash Mithu) ট্রেলার দেখে যেন চোখের পলক পড়ছে না দর্শকদের। প্রাক্তন ক্রিকেটার মিতালির ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। কিন্তু ইনি তো তাপসী নন, সত্যিই যে মিতালি! রোদে পোড়া দৃঢ় চেহারা, ঘাম ঝরানো পরিশ্রম, ব্যাটের তুমুল দাপটের সঙ্গে দু’চোখে জয়ের স্বপ্ন– সব মিলিয়ে তাপসীই যেন মিতালি। তিনিই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর নিজের সত্ত্বা একেবারে চাপা পড়ে গেছে চরিত্রের আলোয়।
পৌনে তিন সেকেন্ডের ট্রেলারে দেখা যাচ্ছে ব্যাট নিয়ে মাঠে নামলেন মিতালি। কাজলপরা চোখে উপচে পড়ছে আত্মবিশ্বাস। চার-ছয় চলছে ব্যাটের তালে। এর পরেই দেখা যাচ্ছে দু’বিনুনি বাঁধা মিতালি গল্প করছেন, তাঁর লড়াইয়ের গল্প। জীবনের কাহিনি ভাগ করে নিচ্ছেন অন্যদের সঙ্গে। দেখা যাচ্ছে ছোট্ট মিতালি কেমন করে ক্যাচ ধরে ফেলছেন অবলীলায়, কেমন করে ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে ব়্যাগিংয়ের শিকার হচ্ছেন। চোট পাচ্ছেন, খাঁটি সোনা হয়ে উঠছেন। দায়িত্ব পাচ্ছেন অধিনায়কের। অধিকার বুঝে নিচ্ছেন সদলবলে।
ছবিটি করে দারুণ তৃপ্ত তাপনী পান্নু নিজে। তিনি বলেছেন, ‘কিছু ক্রিকেটারের অজস্র রেকর্ড থাকে। কিছু ক্রিকেটারের থাকে অঢেল অনুরাগী। কিছু ক্রিকেটার আবার নিজেরাই অনুপ্রেরণা হয়ে ওঠেন। মিতালি এই তিনটে দিকেই নিজের মতো করে উজ্জ্বল হয়ে উঠেছেন। মহিলা ক্রিকেটের ধারণাটাই বদলে ফেলতে পেরেছেন গোটা বিশ্বে। ওঁর ২৩ বছরের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলতে পারা আমার কাছে ভাগ্যের ব্যাপার।’
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি পর্দায় আসছে ১৫ জুলাই। ট্রেলার দেখার পরে প্রতীক্ষা যেন আরও জোরালো হল।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে