ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিষেক হয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তবে ওটিটিতে নির্মাতাদের কাছে তার চাহিদা সবসময় বেশি। সেই জনপ্রিয়তা ধরে রেখে এবার আরও একটি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি, যেটির শিরোনাম ‘চক্র’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

সিরিজের গল্প নেওয়া হয়েছে ২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখোলায় রেললাইনে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার ঘটনা থেকে। যে ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সেই সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজ নির্মাণ করেছেন ভিকি। সেই রহস্যজনক ঘটনাকে পর্দায় আনার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘চক্র’। আগামী ১০ অক্টোবর আই-স্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি। এর প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব।

নতুন এই সিরিজে অভিনয় নিয়ে ফারিণ বলেন, ‘এ কাজটি করার সময় বেশকিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে—কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না? এরপর অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে। এটাই আনন্দের। তবে কাজের অভিজ্ঞতা বলতে গেলে আমি বলব—এ সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়। যেমন আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়। এরপর শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যেটির ব্যাখ্যা আসলে আমরা এখনো পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না। সবশেষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চক্র ওয়েব সিরিজটি দেখবেন। কারণ এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি, যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে। আশা করি হতাশ হবেন না।’

‘চক্র’ সিরিজের ফারিণ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শাহেদ আলী, মারশিয়া শাওন, এ কে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।

এদিকে ‘চক্র’ হতে যাচ্ছে তৌসিফ মাহবুবের প্রথম ওটিটি কনটেন্ট। এটি প্রথমে টিভি ধারাবাহিক হয়ে মুক্তির পরিকল্পনা ছিল। সিদ্ধান্ত বদলে এবার এটি ওটিটিতে আসছে।

news