প্রায় সময়েই ভারতে অভিনেত্রীদের হেনস্তার খবর সংবাদের পাতায় উঠে আসে। এই হেনস্থা থেকে হলিউড, বলিউড কিংবা টলিউড কোনো ইন্ডাস্ট্রিই ছাড় পায়নি। গত কয়েক বছরে সে সব অভিজ্ঞতা নিয়ে একের পর এক অনেকেই মুখ খুলেছেন। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া এমন এক অভিজ্ঞতাই জানালেন ওপার বাংলার অভিনেত্রী মেঘনা হালদার।

মুম্বাইয়ে এক ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন মেঘনা, পরনে ছিল স্কার্ট। শট চলার সময়ই তার ঊরুতে হাত দিতে শুরু করেন সহ-অভিনেতা রাজপাল যাদব। সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। রাগের মাথায় থাপ্পড় মেরে বসেন রাজপালকে।

তারপর সেদিন আর শ্যুটিং করেননি মেঘনা। অভিনেত্রীর কথায়, “পরের দিন যখন ফ্লোরে যাই তখন ভয়ঙ্কর অভিজ্ঞতা। একটি দৃশ্যে আমার গলাবন্ধ ধরে টানার কথা ছিল রাজপালের। সে দৃশ্যে রাজপাল এত জোরে টানেন যে প্রায় গলা টান লাগতে শুরু করে। তিনি দাবি করেন, রসিকতা করেই নাকি ঊরুতে হাত দিয়েছিলেন। কিন্তু সত্যিই কি রসিকতা করে এমন করে কেউ!’

শুধু বলিউডে নয়, টালিডের এক অভিনেতাকে থাপ্পড় দেন মেঘনা। ঘটনাটা গোপন রাখলেও মেঘনা জানান, ‘তিথির অতিথি’ ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরে অনভিপ্রেত ঘটনাটি ঘটে। সহ-অভিনেতাকে চড় মারেন তিনি।

প্রসেনজিতের ‘শাপমোচন’ থেকে জিতের ‘সাথীহারা’, কিংবা দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’, টালিউডের শীর্ষ নায়কদের সঙ্গে কাজ করেছেন মেঘনা।

মেঘনার ক্যারিয়ারের বয়স প্রায় দু’দশক। প্রায় ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে আছেন তিনি। বাংলা ধারাবাহিক হোক বা ছবি, কিংবা বিজ্ঞাপন- প্রায় সব মাধ্যমেই দেখা গেছে এই অভিনেত্রীকে।

news