এবার যুক্তরাষ্ট্রে  ‘শান’ ও ‘গলুই’

ঈদুল আযহায় বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় যুক্তরাষ্ট্রের ২৪টি রাজ্যের ৫৮টি শহরে শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত ‘গলুই’ ছবিটি। এই ছবিটি ৮ জুলাই মুক্তি পাবে বলে পরিবেশনা সূত্রে জানা গেছে। এর আগে ২৪ জুন মুক্তি পেয়েছে সিয়াম-পূজা অভিনীত ‘শান’ ছবিটি। প্রথম সপ্তাহে ২০ রাজ্যের ৫৯টি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে ‘শান’। ‘গলুই’ ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা।

অর্থাৎ যুক্তরাষ্ট্রে পূজা অভিনীত দুটি ছবি পরপর মুক্তি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী রাজ হামিদ ও কো ফাউন্ডার নওশাবা রাশিদ রুবনা। ‘গলুই’ ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। আগামীতে  রাজ ও রুবনার হাত ধরে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় বিদেশে বাংলাদেশের সিনেমা আরও প্রসার এবং বাণিজ্যিকভাবে ছবির প্রযোজকরা লাভবান হবেন বলে সকলের প্রত্যাশা। গেল ঈদুল ফিতরে দেশের সিনেমা হলে মুক্তি পায় ‘শান’ ও ‘গলুই’।

এম রাহিম পরিচালিত ‘শান’ সিনেমায় সিয়াম-পূজা জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চম্পা, তাসনিক রহমান, অরুণা বিশ্বাস, আরমান পারভেজ মুরাদ, মিশা সওদাগর প্রমুখ। প্রবাসী বাঙ্গালীদের বিনোদনের জন্য ঢাকার ছবি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে প্রত্যাশা করছেন। গলুই ছবির অভিনেতা শাকিব খান বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। তিনি এ ব্যাপারে তার ফ্যান পাতা বা নিজের প্রোফাইলে কোনো পোস্ট দেননি। এজন্য যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া নিয়ে তার মনোভাব কিছু জানা গেল না। এ ব্যাপারে পূজা চেরীরও কোনো প্রতিক্রিয়া নেই। অবশ্য তারকাদের প্রতিক্রিয়া না থাকলেও তারা নিশ্চয়ই খুশি হয়েছেন। 

news