অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, যিনি তার স্পষ্টভাষী মনোভাবের জন্য পরিচিত, এবার লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সরব হলেন। পশ্চিমবঙ্গের এক বিনোদন প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎকারে কর্মক্ষেত্রে নারীদের প্রতি সমাজের অবমাননাকর দৃষ্টিভঙ্গি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, “২০২৫ সালেও নারীদের কর্মক্ষেত্রে অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে। যদি কোনো পুরুষের পদোন্নতি হয়, সেটি পরিশ্রম ও যোগ্যতার ফল হিসেবে গণ্য হয়। কিন্তু নারীদের ক্ষেত্রে প্রায়ই বলা হয়, শরীরের বিনিময়ে বা সৌন্দর্যের কারণে তা অর্জিত হয়েছে। নারীদের দক্ষতা ও কাজের প্রতি অনুরাগ প্রায়শই উপেক্ষিত হয়।”
তিনি আরও বলেন, “আমাদের সমাজের অবস্থা এখনও বদলায়নি। আরজি করের ঘটনার পর ভেবেছিলাম কিছু পরিবর্তন আসবে। কিন্তু অবস্থার তেমন পরিবর্তন হয়নি।”
স্বস্তিকা জানান, নারীরা যেমন সমাজের বিদ্রুপের শিকার, তেমনই তাদের সমালোচনা করেন অনেক ক্ষেত্রেই অন্য নারীরাই। সাজসজ্জা, আচরণ বা কর্মজীবন—সব কিছুতেই বিদ্রুপ পোহাতে হয়, এবং মেয়েরাই তাতে বেশি ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।
সমাজের লিঙ্গবৈষম্য নিয়ে স্বস্তিকার এ ধরনের মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার এ কথাগুলো কি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে ভূমিকা রাখবে? সময়ই তা বলে দেবে।
লিঙ্গবৈষম্যের শেকড় উপড়ে ফেলতে হলে কি আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন? আপনার কী মতামত?