বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, শুধুমাত্র নারীরাই নয়, পুরুষরাও যৌন হয়রানির শিকার হন এই ইন্ডাস্ট্রিতে।
তিনি বলেন, ‘শুধু মেয়েরাই নয়, বলিউডে পুরুষরাও কাস্টিং কাউচের শিকার হন। কিছু নিম্নমানের মানুষ নতুনদের দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করেন। তবে বড় পরিচালক বা প্রযোজকরা সাধারণত এসব করেন না।’
প্রিয়াঙ্কা আরও জানান, তাকে একবার একটি সিনেমায় চুক্তিবদ্ধ করার পরেও বাদ দেওয়া হয়েছিল, কারণ প্রভাবশালী কেউ তার প্রেমিকাকে ওই চরিত্রে নিতে বলেছিলেন।
বলিউডে কাস্টিং কাউচ বা ক্ষমতার অপব্যবহার নতুন কিছু নয়। অতীতেও অনেক অভিনেতা-অভিনেত্রী এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। প্রিয়াঙ্কার এই বক্তব্য বলিউডে আবারও আলোচনার জন্ম দিয়েছে।
এই ধরনের ঘটনা রোধে বলিউডে কতটা পদক্ষেপ নেওয়া হবে, তা এখন দেখার বিষয়। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন।