চিত্রনায়িকা পরীমণির জামিনদার হওয়ায় গায়ক শেখ সাদির প্রতি দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। শুধু গানের জন্যই নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে নানা আলোচনা। গায়ক নিজেও সে সুযোগ দিচ্ছেন ভক্তদের।  

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ভালোবাসার মাসে নিজের মনের কথা প্রকাশ করেন সাদী। ফেসবুকে সাদা পোশাকে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, **“মেয়েদের আর ভালো লাগে না, আমি পরীর যোগ্য।”**  

এমন পোস্টে পরীমণিও মজার ছলে মন্তব্য করেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি দিয়ে লেখেন, **“ওহ!”**  

সাদীর এই পোস্ট নিয়ে ভক্তদের মধ্যেও চর্চা চলছে। কেউ লিখেছেন, **“তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে।”** কেউ আবার বলছেন, “গান হয়ে যাক পরীমণিকে নিয়ে

এ বছরের সেরা ক্যাপশন বলে মন্তব্য করেছেন খান মোহাম্মদ আলী নামের এক ভক্ত। অনেকেই শেখ সাদিকে শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন।  

উল্লেখ্য, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন পরীমণি এবং সেখানেই তার জামিনদার হন গায়ক সাদী। তখন থেকেই মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রয়েছেন এই তরুণ গায়ক।

news