কড়াকড়ির মধ্যেও ফাঁস মেহজাবীন-রাজীবের গায়েহলুদের ছবি 

বিয়ের আয়োজন ছিল কঠোর গোপনীয়তার মধ্যে, তবুও ফাঁস হলো মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের গায়েহলুদের ছবি।  

গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে আক্‌দ সম্পন্ন করেন এই তারকা দম্পতি। এরপর গতকাল (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে আয়োজন করা হয় গায়েহলুদের অনুষ্ঠান। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে ছবি তোলা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ।  

বিয়ের আয়োজন নিয়ে প্রযোজক-পরিচালক আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বরাবরই ছিলেন কড়াকড়ি অবস্থানে। আমন্ত্রিত অতিথিদের কেউই সামাজিক মাধ্যমে কোনো ছবি প্রকাশ করেননি। তবুও ফাঁস হয়ে যায় গায়েহলুদের একাধিক ছবি। প্রকাশিত ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়, পেছনে বাদ্যযন্ত্রীদের দলও দেখা যায়।  

জানা গেছে, রোববার সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে গায়েহলুদের অনুষ্ঠান। তাদের বিয়ের কার্ডে লেখা ছিল, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর কন্যা মেহজাবীন চৌধুরী এবং বাসেদুল আলম ও সাবেকুন নাহারের পুত্র আদনান আল রাজীবের বিয়েতে সাদরে আমন্ত্রিত।’

বিয়ের প্রস্তুতি নিয়ে গোপনীয়তা রক্ষা করা হলেও, বিনোদন জগতের অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, রেদওয়ান রনি, রায়হান রাফী, আশফাক নিপুণসহ অনেকে।  

গায়ে হলুদের জন্য মেহজাবীন পরেছিলেন নীল লেহেঙ্গা, আর আদনান কালো পাঞ্জাবি-পায়জামা**। আজ ২৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে বসবে বিয়ের আসর, যেখানে নবদম্পতিকে নজরকাড়া লুকে দেখার অপেক্ষায় সবাই।

news