জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন আর নেই। সোমবার ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরেই লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন অঞ্জন। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা তার লিভার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেন, কিন্তু অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
২০১৪ সালে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের গল্প **‘রেইনকোট’** অবলম্বনে নির্মিত **‘মেঘমল্লার’** চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তিনি। প্রথম ছবিতেই এমন স্বীকৃতি পাওয়া বিরল সম্মানের।
সরকারি অনুদানে নির্মিত তার শেষ ছবি **‘চাঁদের অমাবস্যা’**। শুটিং শেষ হলেও অসুস্থতার কারণে ছবির মুক্তি আটকে ছিল। সুস্থ হয়ে ফিরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন অঞ্জন। কিন্তু তার আগেই মৃত্যুর অমাবস্যায় ঢেকে গেল এই মেধাবী নির্মাতার জীবন।
বাংলা চলচ্চিত্র অঙ্গনে তার এই অপূরণীয় শূন্যতা কখনোই পূরণ হবে না বলে মনে করছেন সহকর্মী ও ভক্তরা।


