গ্রিন কার্ড পেলেন শাকিব খান

অবেশষে গ্রীন কার্ড পেয়েছেন শাকিব খান। গ্রীন কার্ড হাতে পাওয়ার পর জুলাই মাসের ৫ তারিখ তার দেশে ফিরে আসার কথা ছিল। কিন্তু তাকে সেখানে আরো কিছু দিন থাকতে হতে পারে। কারণ  ঈদুল আযহায় ‘গলুই’ ছবির মুক্তি উপলক্ষ্যে পরিচালক এসএ হক অলীক যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সেখানে তিনি শাকিব খানকে নিয়ে কয়েকটি রাজ্যে যেতে পারেন বলে জানালেন। তবে এসএ হক অলীক বলেছেন, এ ব্যাপারে শাকিব খানের সঙ্গে তার বিস্তারিত কিছু আলোচনা করেননি। পরিচালক আরো জানান, তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিরে নতুন ছবি নিয়ে কাজ শুরু করবেন। এসএ হক অলীক অনুদানে নিজের একটি ছবির কাজ শুরু করবেন। 

তিনি জানান, আগস্ট মাস থেকে শুরু হবে তার নতুন ছবির কাজ। ছবিটির বেশির ভাগ কাজ হবে ঢাকায়। যাহোক, শাকিব খান ঢালিউডের একটি অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্র যান ২০২১ সালের নভেম্বর মাসে। কিন্তু সেখানে গিয়ে ফিরে না আসায় খোঁজ-খবর নিয়ে জানা গেল তিনি গ্রীন কার্ডের জন্য আবেদন করেছেন। সুতরাং সেখানে তাকে দীর্ঘ সময় থাকতে হবে। গ্রীন কার্ড পেতে তাকে সেখানে ৮ মাস অবস্থান করতে হয়েছে। 

শাকিব খানের ঘনিষ্ঠ একজন বলেছেন, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। তার ছয় মাস পূর্ণ হয়েছে। সর্বশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে শাকিব খান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।  

সূত্র থেকে জানা গেছে,  এবার দেশে ফিরে নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সিনেমাটির মহরত হয়েছে নিউইয়র্কে। এতে তার বিপরীতে রয়েছেন এক মার্কিন অভিনেত্রী। কিন্তু শাকিব খানের বড় পরিকল্পনা হচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ী হবেন। ঢাকায় তিনি চিত্রনায়ক, সেখানে কি করবেন সেটা জানা যায়নি। যুক্তরাষ্ট্রে তার বর্তমান পরিকল্পনায় রয়েছে ‘রাজকুমার’। এছাড়া দেশে তিনি একটি ছবির অনুদান পেয়েছেন। সে ছবিটির কাজও তাকে শুরু করতে হবে। 

news