শাকিব খানের ছবি ফেরত দিতে হয়েছে সৈকত নাসিরকে

চলচ্চিত্রের বর্তমান খরায় অনেক পরিচালকের হাতে ছবি না থাকলেও ব্যস্ত সময় কাটাতে হচ্ছে পরিচালক সৈকত নাসিরকে। তিনি রোববার এফডিসির নয় নাম্বার ফ্লোরে ‘পাপ’ ছবির একটি আইটেম সং চিত্রায়িত করেন। তিনি জানান, এই গানটি শেষ হলেই পাপ ছবির কাজ শেষ হয়ে যাবে। এছাড়াও তার মুক্তির জন্য প্রস্তুত থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ক্যাসিনো’, ‘বর্ডার’, ও ‘মাসুদ রানা’। দুই সপ্তাহ আগে তার নির্মিত ‘তালাশ’ ছবিটি মুক্তি পেয়েছে। 

কেমন ব্যবসা করেছে ছবিটি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখন সিনেমা হল থেকে একটি ছবির বিনিয়োগ উঠিয়ে আনা খুব কঠিন। এমনকি শাকিব খানের ছবিও বিনিয়োগ উঠিয়ে আনতে পারছে না। আমি তালাশ নির্মাণ করেছি সিনেপ্লেক্সের জন্য। সেখানে ছবিটি চলছে। এছাড়া আমার তালাশ ছবিটি একেবারেই কম বাজেটে নির্মাণ করেছি। দীপ্ত টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ থেকেই টাকা উঠে আসবে। অর্থাৎ আমার বিনিয়োগ তুলে আনার ব্যাপারে বেগ পেতে হবে না। সাধারণ মানুষের ছবি না হলে অন্তত বিনিয়োগে বড় অংশটি সিনেমা হল থেকে উঠে আসবে না।’ 

শাকিব খানের ছবি ছাড়লেন কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া থেকে ‘অগ্নি-৩’ নির্মাণ করার জন্য চাপ রয়েছে। তাদের চাপের কারণেই শাকিব খানের ছবি ছেড়ে দিতে হয়েছে। তিনি যদি শাকিব খানের ছবির কাজ শুরু করেন তাহলে তার অগ্নি-৩ ছবির নির্মাণে ব্যাঘাত সৃষ্টি হবে।’ সৈকত নাসির পরিচালিত প্রথম ছবি ‘দেশা: দ্যা লিডার। তিনি একাধারে লেখক, সম্পাদক, চিত্রগ্রাহক এবং পরিচালক। এরপর তিনি এক এক করে নির্মাণ করেছেন হিরো, পাষাণ ও এ জার্নি উইথ ইউ। ইংরেজী টাইটেলের ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি যেহেতু জাজ মাল্টিমিডিয়া থেকে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন, সেহেতু তাদের কথা ফেলতে পারেননি বলে তার শাকিব খানের ছবি করা হলো না। চিত্রপরিচালক হিসেবে যাত্রা শুরু করার আগে তিনি শাহীন সুমন ও জাকির হোসেন রাজুর সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছেন।

news