দীর্ঘ নাটক ও বিজ্ঞাপনের ক্যারিয়ারের পর অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার রূপালি পর্দায় অভিষেক করছেন। দুই দশক ধরে বড় পর্দায় অনুপস্থিত থাকা প্রভা এবার নাম লিখালেন সরকারি অনুদানপ্রাপ্ত দুটি সিনেমায়—ঝুমুর আসমা জুঁইয়ের ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’, যা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত।
‘দেনা পাওনা’ সিনেমার শুটিং সম্প্রতি রাজধানীর অদূরে সম্পন্ন হচ্ছে। প্রভা এখানে অভিনয় করছেন গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমা-এর চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন ইমন। প্রভা জানান, এর আগে কয়েকটি সিনেমায় প্রস্তাব পেয়েও নানা কারণে তা করতে পারেননি। তবে এবার সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমার মাধ্যমে বড় পর্দায় তিনি যাত্রা শুরু করছেন।
অভিনেত্রী বলেন, “অনেকদিন ধরে এই সিনেমার সঙ্গে যুক্ত আছি। এবার শুটিং শুরু করলাম এবং রূপালি পর্দায় অভিষেকের আনন্দ অনুভব করছি।”
