ফিরে আসছে 'মঞ্জুলিকা'! এক ঝলকেই উস্কে দিল 'ভুল ভুলাইয়া'র পুরনো স্মৃতি

'আমি মঞ্জুলিকা', মনে আছে রাত হলেই দক্ষিণ মহল থেকে ভেসে আসত এই ভয়ঙ্কর আওয়াজ আর সেইসঙ্গে নূপুরের শব্দে ঘুম উড়ে যেত গোটা পরিবারের? সেই আবহে শোনা যেত গান, 'আমি যে তোমার, শুধু যে তোমার'। তবে ডক্টর অদিত্য যে সেই ভূত ছাড়িয়ে দিয়েছিলেন! তাহলে? কিন্তু সব বাধা কাটিয়ে ফের ফিরছে মঞ্জুলিকার ভূত, এমনটাই নাকি ঝলক দেখা গিয়েছে! তাহলে এবার কার উপর ভর করতে চলেছে সে? সেই প্রশ্নের উত্তর খুঁজবেন কার্তিক আরিয়ান।

অপেক্ষা ছিল দীর্ঘদিনের। অবশেষে সামনে এল ভুল ভুলাইয়া ২-এর টিজার। সেখানে প্রথমেই দেখা গিয়েছে এক অন্ধকার কুয়াশা ভরা রাতে এক রাজ মহলকে। আর দূর থেকে ভেসে আসছে মঞ্জুলিকার সেই গান, 'আমি যে তোমার শুধু যে তোমার'। সেখানে ছায়ার মত দেখা গিয়েছে এক আত্মাকেও। কিন্তু পরের মুহূর্তেই গায়ে নামাবলী আর মাথায় ফেটি বেঁধে হাজির হয়েছেন কার্তিক আরিয়ান। আর তাঁর সামনে ধুনো ধরাতে দেখা গেল ছোটে পণ্ডিত রূপে বলিউডের পয়লা নম্বর কৌতুক অভিনেতা রাজপাল যাদবকেও। আর সেই সঙ্গে শোনা গিয়েছে বিখ্যাত সিগনেচার টিউনটিও।

দেখতে দেখতে প্রায় দশক ঘুরেছে। কিন্তু এখনও দর্শকদের মনে সমান ভাবে রয়ে গিয়েছে পরিচালক প্রিয়দর্শনের সুপারহিট ছবি 'ভুল ভুলাইয়া' যেখানে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, শাইনি আহুজা, আমিশা প্যাটেল, বিদ্যা বালান, পরেশ রাওয়ালের মত তাবড় অভিনেতারা। সেখানে দেখা গিয়েছিল কীভাবে 'মঞ্জুলিকা' নামে এক রাজ নর্তকীর ভূত ভয়ের আবেশ তৈরি করবে গোটা রাজ মহলে। আর শেষ পর্যন্ত দেখা যাবে আদৌ কোনও অশরীরী আত্মা নয়, বরং এক মানসিক ভাবে রোগগ্রস্থ অবনী ধীরে ধীরে নিজেকে ভুলে হয়ে উঠবে মঞ্জুলিকা। শেষ পর্যন্ত প্যারাসাইকোলজিস্ট ডক্টর আদিত্য শ্রীবাস্তবের বুদ্ধিতে অবনী ফিরে পাবে তার আসল পরিচয়। আর এই সিনেমার প্রতিটা গান খুবই হিট হয়েছিল। আর তার মধ্যে থেকেই 'আমি যে তোমার' গানের এক কলি দিয়েই সামনে এল এর দ্বিতীয় ভাগের টিজার।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল পরিচালক প্রিয়দর্শনের 'ভুল ভুলাইয়া'। আর সেখানেই মুখ্য ভূমিকা প্যারাসাইকোলজিস্ট ডক্টর আদিত্য শ্রীবাস্তবের চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছিলেন বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার। তাঁর সেই নামাবলী আর অবতার ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এবং সেই গান 'হরে কৃষ্ণ হরে রাম' গানে কোমর দোলাননি এমন দর্শকের সংখ্যা খুবই কম। কিন্তু এই সিনেমার দ্বিতীয় ভাগে দেখা যেতে চলেছে অভিনেতা কার্ত্তিক আরিয়ানকে। এবার তিনি এই চরিত্রে দর্শকের মন কতটা ভোলাতে পারেন সেটাই এখন দেখার।

টি-সিরিজের প্রযোজনায় 'ভুল ভুলাইয়া ২' পরিচালনা করেছেন আনিস বাজমি। ফারহাদ শামজি ও আকাশ কৌশিক লিখেছেন চিত্রনাট্য। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তব্বু, কিয়ারা আডবাণী, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, প্রমুখ। ২০২০ সালের ৩১ জুলাই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ভুল ভুলাইয়া ২-এর। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায় শুটিং। তার বদলে সবকিছু ঠিক থাকলে আগামী ২০ মে মুক্তি পেতে পাবে এই সিনেমা।

news