'দ্য কাশ্মীর ফাইলস'এর সাফল্যের পর 'দিল্লি ফাইলস' তৈরি নিয়ে কী জানালেন বিবেক অগ্নিহোত্রী?

মুক্তি পেয়েছে অনুপম খের ও মিঠুন চক্রবর্তী অভিনীত চলচ্চিত্র দ্য কাশ্মীর ফাইলস। আর মুক্তি পাওয়ার পর থেকেই গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে প্রায় ৩০ বছর আগের নৃশংস বাস্তব ঘটনার দলিল এই সিনেমা। শুরু থেকেই বক্স অফিস কাঁপিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'। আর ফিল্মের নেপথ্যে যিনি রয়েছেন, তিনি পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। সিনেমার ব্যবসায়িক সাফল্যে খুশি তিনিও। এমনকি কাশ্মীর ফাইলস সিনেমার ভূয়সি প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরেই নিজের আগামী ছবি নিয়ে নাকি ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছেন বিবেক। আর সম্প্রতি এই খবর সামনে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা।

বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত নিয়ে নির্মিত। এর চিত্রনাট্য লিখেছেন বিবেক অগ্নিহোত্রী ও সৌরভ এম পান্ডে। কাশ্মীর নিয়ে বহু ছবি আগেও হয়েছে বলিউডে। স্টার অ্যাপিয়ারেন্সও ছিল তাতে। কিন্তু সবার থেকে এই ছবি অনেকটাই আলাদা। কারণ, ছবিটি ইতিমধ্যে সংসদে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এর পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে নানা মতামত। অন্য দিকে, দেশের বেশ কিছু রাজ্যে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে এই ছবিকে। আর তাতেই বিতর্ক দানা বেঁধেছে, অনেকের প্রশ্ন, কেন এই স্পেশাল ট্রিটমেন্ট এই ছবিকে ঘিরে? তবুও প্রেক্ষাগৃহে জন জোয়ার তৈরি করেছে কাশ্মীর ফাইলস। সিনেমার মধ্যে প্রতিটি প্লটে টানটান উত্তেজনা, নৃশংসতার বিভীষিকা এককথায় নাড়িয়ে দিয়েছে দর্শকদের। হিন্দু পণ্ডিতদের উপর নৃশংস হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষ, কাহিনী বিন্যাসে ছিল অসাধারণ সামাঞ্জস্যতা। সংলাপ পরিবেশনায় দক্ষতা নজর কেড়েছে সকলের।

বরাবরই নিজের সিনেমায় বাস্তব চিত্র অসাধারণ ভাবে তুলে ধরতেই পছন্দ করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এর আগে 'দ্য তাশখন্দ ফাইলস' চলচ্চিত্র ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। চলচ্চিত্রটির কাহিনিকার ও পরিচালকও বিভেক অগ্নিহোত্রী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ ও মিঠুন চক্রবর্তী। প্রাক্তণ প্রধানমন্ত্রী লাল বাহাদূর শাস্ত্রীর তাশখন্দ চুক্তির সময় তার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয় ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী সিনেমা 'তাশখন্দ ফাইলস'। সেটাও বক্স অফিসে হিট করে। এমনকি বুদ্ধিজীবীদের প্রশংসা কুড়ায়। তারপর কাশ্মীর ফাইলসের এই উল্লেখযোগ্য সাফল্য বেশ তাড়িয়ে উপভোগ করছেন বিবেক।

ভারতীয় গণতন্ত্রের তিনটি দিক নিয়ে তিনটি ছবি করছেন তিনি, এমন ইঙ্গিত দিয়েছিলেন বিবেক অগ্নিহোত্রী। তাশখন্দ ফাইলস, কাশ্মীর ফাইলস আর আসছে দিল্লি ফাইলস। প্রথমটি আগেই মুক্তি পেয়েছে। দর্শকদের ভালোবাসা পেলেও এর পরের অংশের কথা আর ভাবেননি পরিচালক। তবে কাশ্মীর ফাইলস নিয়ে তেমনই ঘোষণা থাকলেও মত পালটাচ্ছেন বিবেক। বলেছন, এই ঘটনা নিয়ে টানা চারবছরের গবেষণা আছে তাঁর। তাই হাতে এতটাই তথ্য রয়েছে যে, সেগুলো নিয়ে পরের ছবির কথা ভাবতে বাধ্য হচ্ছে গোটা ইউনিট।

এবার বিবেক রঞ্জন অগ্নিহোত্রী দিল্লি ফাইলসের ঘোষণা করেছেন। নিজের 'ফাইলস' সিরিজে এবার 'দিল্লি চলো' ডাক দিলেন বিবেক। দিল্লির দাঙ্গা নিয়ে তৈরি হতে চলেছে তাঁর আগামী সিনেমা 'দিল্লি ফাইলস'। সব ঠিক থাকলে এই বছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে দিল্লি ফাইলস। নির্দেশকের কথায়, তাঁর উদ্দেশ্য সব সময় স্বতন্ত্র ভারতের ইতিহাসকে লোক সন্মুখে তুলে ধরা। দিল্লি ফাইলসে ফুটে উঠবে দেশ স্বাধীন হওয়ার সময় কিভাবে আমির রাজনেতারা নিজেদের স্বার্থে দেশ এবং দেশবাসীকে ব্যবহার করেছেন। দেশের আর্বান নক্সালবাদ কিভাবে দেশকে পতনের দিকে ঠেলে দিয়েছে। দেশের পুঁজিবাদী,রাজনেতাদের নানা দুর্নীতি ও জাতীয় ইস্যুকে তুলে ধরা হবে গল্পের মধ্য দিয়ে।

news