আনন্দ এল রাইয়ের নির্মিত মিউজিক্যাল-রোমান্টিক ড্রামা ‘তেরে ইশক মে’—যেখানে প্রথমবার জুটি বেঁধেছেন দক্ষিণের সুপারস্টার ধানুশ আর বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। ২৮ নভেম্বর বিশ্বজুড়ে প্রায় ২ হাজার পর্দায় মুক্তি পাওয়া এই ছবিকে ঘিরে উৎসাহ যেমন ছিল, তেমনই মুক্তির পর মিলছে মিশ্র প্রতিক্রিয়া।

অমর উজালা–র কিরণ জৈন ছবিটিকে ৩/৫ রেটিং দিয়ে লিখেছেন—“ভালোবাসার গল্প যাদের পছন্দ, তাদের জন্য অবশ্যই দেখার মতো।”
বলি‌উড হাঙ্গামা দিয়েছে ৩/৫, যেখানে ধানুশ-কৃতির অভিনয়কে “শক্তিশালী” এবং কিছু দৃশ্যকে “স্মরণীয়” বলা হয়েছে। তবে ছবির অতিরিক্ত দীর্ঘতা ও দুর্বল দ্বিতীয়ার্ধ সবচেয়ে বড় নেগেটিভ দিক বলে উল্লেখ করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস–এর ঋষভ সুরির রেটিংও ৩/৫—তার ভাষায়, “অশান্ত, অসম প্রেমের গল্প ধানুশ-কৃতির পারফরম্যান্সে আলাদা মাত্রা পেয়েছে।”
তবে ইন্ডিয়া টুডের সানা ফারজিন দিয়েছেন ২.৫/৫, মন্তব্য—“জটিল ও টক্সিক প্রেম দেখাতে চাইলেও গল্পের ত্রুটি দর্শকদের অস্বস্তিতে ফেলেছে।”
এ ছাড়া নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি—সবাই রেটিং দিয়েছে ৩/৫।

‘বলি মুভি রিভিউজ’ জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত বলিউডে মুক্তি পাওয়া ৪৩টি ছবির মধ্যে প্রথম দিনের আয়ে শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)। আর ‘তেরে ইশক মে’ রয়েছে অষ্টম স্থানে—প্রথম দিনে আয় ১৫.২৫ কোটি রুপি।
দ্বিতীয় দিনে আয়ের অঙ্ক বেড়ে হয় ১৬.২৫ কোটি রুপি।

অন্যদিকে স্যাকনিল্ক জানাচ্ছে, ভারতে দুই দিনে ছবিটির গ্রস আয় ৩৯ কোটি রুপি। বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪২ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ কোটি ২৭ লাখ টাকার বেশি।

ধানুশ এখানে এক অস্থির, আবেগপ্রবণ তরুণ, যে কলেজ জীবনে কৃতি স্যাননের প্রেমে পড়ে। সম্পর্ক এগোতে থাকলেও হঠাৎ কৃতির চরিত্র মুক্তি অন্য একজনকে বিয়ের সিদ্ধান্ত নেয়—এতেই গল্প মোড় নেয় একদম অন্য দিকে।

এ আর রাহমানের সংগীত—মুক্তির আগেই গানগুলো ব্লকবাস্টার হিট।

ধানুশ-কৃতি ছাড়াও অভিনয় করেছেন—প্রকাশ রাজ, প্রিয়াংশু, টোটা রায় চৌধুরী, জয়া ভট্টাচার্যসহ আরও অনেকে।
ভূষণ কুমার, কৃষ্ণা কুমার ও আনন্দ এল রাই প্রযোজিত ছবিটির মোট ব্যয় ৮৫ কোটি রুপি।

 

news