বলিউডের সুপারহিট জুটি দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং এবার ঘরে বউ এনে দিচ্ছেন! না, নিজেদের ঘরে নয় – দীপিকার ছোট বোন আনিশা পাড়ুকোনের বিয়ের ঘটকালি করছেন রণবীরই। আনিশার হবু বর রোহান আচার্য – দুবাইয়ের নামকরা ব্যবসায়ী পরিবারের ছেলে।

আচার্য পরিবারের কাছের এক সূত্র ডেকান ক্রনিকলকে জানিয়েছে, “পাড়ুকোন পরিবার এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে খুব শিগগিরই দেবে। আনিশা আর রোহান অনেক বছর ধরে একে অপরকে চেনেন। দুজনেই খুব প্রাইভেট। সম্পর্কটা কখনো মিডিয়ার আলোয় আনেননি। মজার ব্যাপার – দীপিকা আর রণবীর দুজনেই রোহানকে ইনস্টাগ্রামে ফলো করেন!”

সবচেয়ে বড় চমক – এই বিয়ের মূলে আছেন রণবীর সিং! সূত্র বলছে, “রণবীরের বাবা-মা আর রোহানের বাবা সুমিত আচার্যের মধ্যে পুরোনো বন্ধুত্ব। হয়তো রণবীরই ম্যাচমেকারের ভূমিকা নিয়েছেন। পারিবারিক অনুষ্ঠানে আনিশা-রোহানের দেখাসাক্ষাৎ হতো, সেখান থেকেই বন্ধুত্ব আর তারপর ভালোবাসা।”
দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন তো বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকা ছিলেন। মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে ঘর বেঁধে দুই মেয়ে – দীপিকা আর আনিশা। ৩৪ বছরের আনিশা পেশায় গলফার, আর দীপিকার ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’-এর সিইও।

রোহান আচার্য দুবাইয়ে থাকেন, বাবার ট্রাভেল ব্যবসায় সাহায্য করেন। তার মা চিমু আচার্য ২০০২ সালে ‘এল’অ্যাটিটিউড’ নামে ইভেন্ট কোম্পানি খোলেন – প্রথম কাজই ছিল আমির খানের কনসার্ট!
এখন শুধু অপেক্ষা – কবে আনুষ্ঠানিক ঘোষণা আসে আর কোন তারিখে বাজবে আনিশা-রোহানের বিয়ের শঙ্খ!

 

news