মুক্তির অপেক্ষায় দেওয়ান নাজমুলের ‘তোরে কত ভালোবাসি’

সীমারেখা’ ছবির নির্মাতা দেওয়ান নাজমুল এবার নির্মাণ করেছেন ‘তোরে কত ভালোবাসি’ নামে একটি ছবি। ইতোমধ্যে তিনি ছবিটির সেন্সর প্রিন্টও প্রস্তুত করে ফেলেছেন।

পরিচালক দেওয়ান নাজমুল বলেন, ‘আমার ছবিটি প্রেমের বিষয় নির্ভর। মুক্তি নিয়ে তাড়াহুড়ো নেই। এ বছর ছবি মুক্তি দিতে চাইলেও ডেট পাওয়া যাবে না।’

তিনি উল্লেখ করেন, ‘লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এখন শুরু হয়েছে বিশ্বকাপ ফোবিয়া। বিনিয়োগ করে কেউ কি তার লগ্নীটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে? এছাড়া আড়াই বছর চলে গেছে মহামারিতে। সব কাজতো এ সময়ে এমনিতেই বন্ধ ছিল। মহামারির দাপট কমে যাওয়ার পর আমি ধীরে সুস্থে কারিগরি কাজ শুরু করি। ছবি বানাতে সময় লাগে, বিশেষ করে প্রেমের বিষয় নিয়ে নির্মিত ছবি যত্ন নিয়ে বানাতে হয়।’

দেওয়ান নাজমুল বলেন, ‘আমার ছবি নিয়ে কারো হতাশা ব্যক্ত করার কিছু নেই। শিল্পীরা তাদের কাজটুকু শেষ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। ছবির লগ্নীকারক ও নির্মাতা মুক্তি দিয়েও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ নেই। শিল্পীদের হারানোর কিছু থাকে না, বিশেষ করে আর্থিক বিষয়ে। নির্মাতারা লগ্নী করে সারাক্ষণ উদ্বেগে থাকেন কিভাবে তাদের পুঁজি তুলে আনবেন। আমি কখন কিভাবে ্আমার ছবিটি মুক্তি দেব তা নিয়ে মাথাব্যথা আমারই, অন্য কারো নয়।’

‘তোরে কত ভালোবাসি’ ছবিটি ব্রিটিশ বিরোধী ‘ভারত ছাড়’ আন্দোলনের মাঝখানে অংকুরিত একটি প্রেমের গল্প। তাতে অভিনয় করেছেন নগাগত রুশা, প্রিন্স, শাহ হুমায়রা সুবাহ প্রমূখ। তাদেরকে কেন্দ্র করেই ছবিটির আখ্যান ভাগ গড়ে উঠেছে।

দেওয়ান নাজমুল বলেন, ‘আমার ছবিটি দর্শক পছন্দ করবে। কারণ দর্শক এখন প্রেমের ছবির দিকে বেশি ঝুঁকছে। তবে তারা ছবির নির্মাণশৈলীতে অভিনবত্ব চায়। আমার ছবিটি তাদের সেই প্রত্যাশাপূরণ করবে আশা করি।’

 এনবিএস/ওডে/সি

news