মরক্কোর জয়ে উচ্ছ্বসিত শাকিরা

কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্ব ফুটবল আসরের ৯২ বছরের ইতিহাস ভেঙে শেষ চারে জায়গা করে নিল মরক্কো। আগের ম্যাচে স্পেনকে হারানোর পরেই মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেন, সময় এসেছে আফ্রিকার দেশগুলির উচ্চ আশা তৈরি করার। ম

মরক্কোর ইতিহাস গড়ার দিনে খুশি পুরো বিশ্ব। কাতারের দোহা থেকে শুরু করে মরক্কোর রাজধানী রাবাতই না, এই উৎসবে মেতেছে ব্রাসেলস থেকে প্যারিস কিংবা তিউনিসেরা মরক্কো সমর্থকরা। এমনকি এই উৎসবে মেতেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে এক বার্তায় মরক্কোর এই বিজয়ে শুভেচ্ছাও জানিয়েছেন।

কাতার বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটছে। আর মরক্কো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারলে, তা হবে সবচেয়ে বড় অঘটন। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত আফ্রিকার তিনটি দেশ কোয়ার্টার ফাইনালই খেলেছে। কিন্তু কোনো দলই সেমিতে জায়গা করে নেয়নি। এবারই প্রথম দ্য অ্যাটলাস লায়ন্সরা সেটা করে দেখিয়েছে। এর ফলে ইতিহাসে নতুন ডাইমেনশন তৈরি করলো মরক্কো।

শুধু শেষ আটেই না, গ্রুপ পর্বেও চমক দেখিয়েছে মরক্কো। গ্রুপ পর্বে তারা বিশ্বমঞ্চে হট ফেভারিট বেলজিয়ামকে হারিয়েছে, বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করেছে মরক্কো। এ ছাড়া নক-আউটে স্পেনকে হারিয়েছে দলটি।

বিএস/ওডে/সি

news