অভিনয় আমার পেশা নয়, প্যাশন: আফজাল হোসেন

তারকা অভিনেতা আফজাল হোসেন একজন দক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি অভিনয়ে নিয়মিত নন। কেন নন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অভিনয়টা আমার পেশা নয়, প্যাশন। আমার ভালো লাগার স্থান, আমার আবেগের স্থান। সেই আবেগ এবং ভালোবাসা থেকেই আমি কাজ করি।’ তিনি বলেন, ‘আমি যখন তুখুড় জনপ্রিয় ছিলাম এবং কাজের অনেক সুযোগ সুবিধা ছিল, তখনও আমি কাজে ঝাপিয়ে পড়িনি। তখনো ভালো লাগলে কাজ করেছি, নয় করিনি। এখনো তাই।’

বর্তমানে তার চারটি ওয়েব সিরিজ প্রচারিত হচ্ছে। এর মধ্যে হৈচৈ এ্যাপসে প্রচার হচ্ছে ‘কারাগার’, ‘রিফিউজি’ ও ‘বোধ’। জি৫ এ্যাপসে প্রচার হচ্ছে ‘লেডিস এ্যান্ড জেন্টেলম্যান’। এর মধ্যে ‘বোধ’ ওয়েব সিরিজে তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির চরিত্রে অভিনয় করছেন। আরো নতুন কিছু কাজও করছেন তিনি। এর মধ্যে হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে। এই চলচ্চিত্রটিতে তার বিপরীতে রয়েছেন রোকেয়া প্রাচী। অনুদানের অর্থ সহযোগিতায় এটি নির্মিত হচ্ছে।

আফজাল হোসেন শুধু একজন সুঅভিনেতা নন, তিনি একজন চিত্রকরও। সৃজনশীলতার সামগ্রিকতা নিয়ে তিনি অনেকটাই হতাশ। প্রকৃতপক্ষে সৃজনশীলতার প্রতিটি ক্ষেত্রেই চলছে একটা বন্ধ্যাত্ব। কথা প্রসঙ্গে বইমেলার কথাও এসেছে। বইমেলায় কোন বইটি বেশি বিক্রি হয়, সেটা নিয়ে আলোচনা হয়। কিন্তু পাঠকরা কি ধরনের কনটেন্টস পছন্দ করছেন সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। বইয়ের প্রচ্ছদ কে এঁকেছে বা বই মেলায় প্রকাশ হওয়া বইগুলোর মধ্যে কোনটির প্রচ্ছদ বিষয়নির্ভর বিবেচনায় শ্রেষ্ঠ, সেটাও কেউ আলোচনা করেন না। কেউ অণুপ্রেরণার স্থানটি একেবারেই দূর্বল। এসব বিষয়গুলো আফজাল হোসের সঙ্গে আলোচনা হলেও তিনি মুচকি হাসি ছাড়া কোনো মন্তব্য করেননি।  

বিএস/ওডে/সি

news