বিজয় দিবসে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক ২ ছবি
বিজয় দিবসে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে - কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ এবং মিজানুর রহমান শামীম পরিচালিত ‘৭১ এর একখণ্ড ইতিহাস’। একটি ছবি নির্মিত হয়েছে একজন খ্যাতিমান লেখকের উপন্যাস অবলম্বনে এবং আরেকটি নির্মিত হয়েছে একজন মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ থেকে।
‘জয় বাংলা’ ছবিতে রোমান্টিক জুটি হিসেবে কাজ করেছেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। ‘৭১ এর একখণ্ড ইতিহাস’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুবেল। তার স্ত্রী হিসেবে দেখানো হয়েছে প্রিয়সী নামে একজন নবাগতকে। ছবি দুটির মুক্তি উপলক্ষে পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছেন দুই ছবির নির্মাতারাই।
‘৭১ এর একখণ্ড ইতিহাস’ ছবির সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা রুবেলসহ ছবিটির অন্যান্য শিল্পী-কুশলীরা।
পরিচালক মিজানুর রহমান শামীম বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তার পিতার মুখে শোনা মুক্তিযুদ্ধের নানা ঘটনা নিয়ে তিনি ছবিটি নির্মাণ করেছেন। এ ধরনের তিনি দশটি ছবি নির্মাণ করবেন বলে উল্লেখ করেছেন। ‘৭১ এর একখণ্ড ইতিহাস’ ছবিটি প্রথম মুক্তি দিচ্ছেন তিনি। তার ধারাবাহিকতায় আরো দুটি ছবির শুটিং চলছে।
রুবেল বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধ কেমন হয়েছে, তার স্মৃতি যৎসামান্যই। তবে আমার মুক্তিযোদ্ধা দুই ভাই আমাকে দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর দখলে থাকা একটি এলাকার রেখি করিয়েছিল। সে হিসেবে আমিও (হাসতে হাসতে বললেন) নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করতে পারি। সেই আবেগ নিয়েই ছবিটিতে কাজ করেছি। আমি ছবিটির সাফল্য কামনা করি।’
নবাগত নায়িকা প্রিয়সী বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি ছোটবেলায় নৃত্যশিল্পী হিসেবে মিডিয়া জগতে যাত্রা শুরু করেছি। এখন অভিনয় করছি। ‘৭১ এর একখণ্ড ইতিহাস’ আমার প্রথম ছবি।’
বিএস/ওডে/সি


