পাঠান ছবি বয়কটের ডাক দিলেন মন্ত্রী

পাঠান ছবির ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্ক যেন শেষ নেই। গান মুক্তি পাওয়ার পরপরই ভক্তদের যেন প্রশংসার শেষ নেই। অন্যদিকে কিছু নেটিজেনরা মোটেই ভাল চোখে দেখছেন না ‘পাঠান’ ছবির এই গানকে। এরসঙ্গে আবার যুক্ত হয়েছে দীপিকার পরনের গেরুয়া রঙের বিকিনি! এই সব মিলিয়েই সোশ্য়াল মিডিয়ায় শুরু হয়েছে ‘পাঠান’ ছবি বয়কটের ডাক।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়কার একটি ভিডিও পোস্ট করেছেন মন্ত্রী। ক্যাপশনে লেখেন, পোশাকগুলো অত্যন্ত আপত্তিকর এবং গানটি একটি নোংরা মানসিকতা থেকে দৃশ্যায়ন করা হয়েছে।

ভিডিওতে তিনি বলেন, গানের মধ্যে পোশাকগুলো আপত্তিজনক। স্পষ্ট বোঝা যায় দূষিত মানসিকতা থেকে এটা তৈরি করা হয়েছে। দীপিকা এমনিতেও টুকরে টুকরে গ্যাং-এর সদস্য। আমি নিবেদন করব দৃশ্যগুলো সংশোধন করা হোক, তাছাড়া মধ্যপ্রদেশে এই সিনেমা মুক্তির অনুমতি দেওয়া হবে কি হবে না, তা নিয়ে বিবেচনা করা হবে।

‘বেশরম রঙ’ গানে কখনো বিকিনি তো কখনো মনকিনিতে ঝড় তুলেছেন দীপিকা। তার হট অবতার দেখে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেছেন। তবে বিতর্কের ঝড়ও উঠেছে।

‘পাঠান’-এ গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। গুরুত্বপূর্ণ দুই ভূমিকায় রয়েছে দীপিকা ও জন আব্রাহাম। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি।

বিএস/ওডে/সি

news