ফিফা ফ্যান জোনে এক টুকরো বাংলাদেশ, গাইলেন তানিশা
ফিফা ফ্যান জোন কাতার। বিশ্বকাপ ফুটবল খেলার দেখা উপলক্ষে ফিফা ফ্যান জোন। খেলার দিনের বসে ফুটবল প্রেমিদের আসর। উপভোগ করেন খেলা আর গান- বাজনা। চলে হৈ- হুলোড়। মেতে উঠেন দেশি- বিদেশী ফুটবল ফ্যানরা। সানায়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আল জানব স্টেডিয়ামের ফ্যান জোন এমনই একটি জোন।
শনিবার সন্ধ্যায় ক্রোয়েশিয়া বনাম মরক্কোর ছিলো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এ উপলক্ষে রাত ৯টায় সানায়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আল জানব স্টেডিয়ামের ফ্যান জোনে অনুষ্ঠিত হয় কালচারাল নাইট।
৪ দেশের বিভিন্ন ভাষাভাষীর শিল্পী তাদের নিজস্ব দেশের ঐতিহ্যকে তুলে ধরেন। পরিবেশন করেন সংগীত। নেপাল, পাকিস্তান, ভারত বাংলাদেশ আর কেরালার শিল্পীরা পরিবেশন করেন তাদের নিজ নিজ দেশের জনপ্রিয় সং। এতে বাংলাদেশের কন্ঠশিল্পী তানিশা খান পরিবেশন করেন বাংলাদেশের ফোক সং। দেশের জনপ্রিয় 'বকুল ফুল' আর 'মধু হৈ হৈ' ফোক সংগীত পরিবেশন করেন তানিশা।
তানিশা খান কাতার থেকে জানান, সেখানে আমি ফোক গান পরিবেশন করি। বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার জন্য করেছি। কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। ফুটবল ফ্যান জোনে গাইতে পেরে আমি আনন্দিত। কাতারে বসে খেলা দেখছি এ যে কত বড় আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করতে পারব না।
তানিশা জানান, গান পরিবেশন শেষে আমাকে দেওয়া হয়েছে একটি সার্টিফিকেট। এটা পেয়েও অনার ফিল করছি। বাংলাদেশের একজন শিল্পী হিসেবে এটাই আমার বড় প্রাপ্তি মনে করছি।
এনবিএস/ওডে/সি


