কলকাতায় যৌথভাবে সেরা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের মুহাম্মদ কাইউম পরিচালিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। স্পেনের ‘আপঅন এন্ট্রি’ চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে ‘গোল্ডেন রয়াল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড’ পেয়েছে সিনেমাটি।
গত বৃহস্পতিবার পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৮তম আসর। এ দিন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবির পরিচালক মুহাম্মদ কাইউমের হাতে পুরস্কার ট্রফি এবং সনদ তুলে দেন পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
এ চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী ইন্দ্রনীল সেন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী, চলচ্চিত্র উৎসব কমিটির ডিরেক্টর শান্তনু বসু, উৎসব কমিটির চেয়ারপারসন পরিচালক রাজ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, জুন মালিয়া, অভিনেত্রী পাওলি দাম, সায়ন্তিকা ব্যানার্জি, অভিনেতা অরিন্দম শীল প্রমুখ।
মুহাম্মদ কাইউম বলেন, সিনেমাটি মুক্তির পর প্রথম কোনো বড় পরিসরে পুরস্কার পেল। এটা অবশ্যই আনন্দের। সিনেমাটি নিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। সেই কষ্টের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগের সিনেমাগুলো বিচারের দায়িত্বে ছিলেন মোট পাঁচজন বিচারক।
এর মধ্যে চেয়ারপারসন হিসেবে প্রযোজক ও চলচ্চিত্রের বাণিজ্য বিস্তার নিয়ে কাজ করা ইলিয়ানা জাকোপলু ছাড়াও ছিলেন মানো খলিল, শালিনী ডোরে, তন্নিষ্ঠা চ্যাটার্জি এবং বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল।
গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, রানী মুখার্জিসহ পশ্চিম বাংলার গুণীজনরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতীয় গুণীজনদের সঙ্গে মঞ্চে ছিলেন বাংলাদেশের চঞ্চল চৌধুরীও। আট দিনব্যাপী এ উৎসবে ৪২ দেশের মোট ১৮৩টি সিনেমা প্রদর্শিত হয়। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় পরিচালক ঋষিকেশ মুখার্জি পরিচালিত এবং অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত হিন্দি ছবি ‘অভিমান’।
এনবিএস/ওডে/সি