শীজানকে ‘খুনের হুমকি’, জেলে চাইলেন বাড়তি নিরাপত্তা! বায়না চুল কাটার, ঘরের খাবারেরও
গোটা দেশেই আলোচনায় রয়েছে তুনিশা শর্মার মৃত্যু (Tunisha Sharma Death)! এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শীজান খানকে (Sheezan Khan)। গত ২৫ ডিসেম্বর থেকে পুলিশ হেফাজতেই ছিলেন তিনি। শনিবার তাঁকে আদালতে তোলা হলে বিস্ফোরক অভিযোগ করেন অভিনেতা। তিনি আদালতে দাবি করেন, পুলিশ হেফাজতে থাকাকালীন নাকি তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন!
শীজানের এই দাবির ভিত্তিতে তাঁর আইনজীবী, অভিনেতার সুরক্ষার বিষয়টি বিবেচনা করে দেখার আর্জি জানায় আদালতে। শনিবার মুম্বইয়ের নিম্ন আদালত, অভিনেতাকে ১৪ দিনে জেল হেফাজতের (Judicial Custody) নির্দেশ দিয়েছে। তবে সেইসঙ্গে অভিনেতার আর্জি মেনে বেশকিছু বিষয়ে ছাড়ও দিয়েছেন বিচারক।
অভিনেত্রীর মা বনিতা শর্মার অভিযোগের ভিত্তিতেই শীজানকে গ্রেফতার করে পুলিশ। তুনিশার আত্মহত্যার পিছনে কি কোনওভাবে শীজানের মদত ছিল, সেটাই তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। তুনিশার পরিবার পরিজন থেকে শুরু করে বন্ধুবান্ধব-কাছের মানুষদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেইসঙ্গে শীজান-তুনিশার চ্যাট, সিরিয়ালের সেটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, শীজানের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তুনিশা। সেই অবসাদই তাঁকে ঠেলে দিয়েছিল চরম সিদ্ধান্ত নেওয়ার দিকে। এছাড়াও এই মৃত্যু রহস্যে উঠে এসেছে আরও নানান চাঞ্চল্যকর তথ্য। সেইসব তথ্য খতিয়ে দেখেই আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
শনিবার আদালতে শীজানের আইনজীবী জানান, তাঁর মক্কেল শ্বাসকষ্ট রোগে ভুগছে। সময়ে সময়ে ইনহেলার নেওয়ার প্রয়োজন পড়ে। এমনকী শীজানই তাঁর পরিবারে একমাত্র পুরুষ সদস্য। তাই জেলে যেন পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। সেই আবেদন মেনে নিয়ে পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেন বিচারক।
পাশাপাশি, এদিন আদালতে শীজান জানান জেলে থাকায় চুল বড় হয়ে গেছে। চুল কাটার অনুমতি চান শীজান। আদালত সেই আবেদন মেনে নেয়। পাশাপাশি বাড়ির খাবার দেওয়ার অনুমতি দেওয়া হয় শীজানের পরিবারকে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/কে