আবারো সাকিব আল হাসানের সাথে রাজ রিপা
ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা রাজ রিপা। কাজ করছেন ২ টি চলচ্চিত্রে। একটি ‘ময়না’। আরেকটি ‘মুক্তি’। জাজের মত বড় ঘরের নায়িকা হয়েছেন রাজ রিপা।
এদিকে, বছরের শুরুতেই জানালেন সুখবর। এই নায়িকার নতুন বছরের সূচনা হয়েছে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ দিয়ে। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ চালিয়ে যাচ্ছেন সমানতালে।
রাজ রিপা জানান, দ্বিতীয়বারের মতো ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে জুটি হয়ে কাজ করেছেন। আরেকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে।
তিনি আরও জানান, ঢাকার অদূরে মানিকগঞ্জ ও রাজধানীর বনশ্রীতে নতুন এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন আজমান রুশো।
রাজ রিপা বলেন, কাজটি খুবই চ্যালেঞ্জিং। আমি ওই চ্যালেঞ্জটিই নেই যেটা করতে পারব। এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে দর্শক নতুন এক রিপাকে দেখতে পাবে। যাকে আগে কখনো এমন চরিত্রে কেউ দেখতে পায়নি।
তিনি বলেন, পরিচালকের নিষেধাজ্ঞা থাকার কারণে বিজ্ঞাপনটির নাম ও এর বেশি বিস্তারিত আপাতত বলতে পারছি না। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। তবে দর্শক ভিন্ন কিছু উপহার পাবে। ভালো একটি কাজ দিয়ে নতুন বছরটি শুরু করলাম। এ বছর ভালো-ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে চাই।
প্রসঙ্গত, সদ্য বিদায়ী বছরের সেপ্টেম্বরে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে একজন সংগ্রামী নারী ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের বিপরীতে প্রথমবার দেখা যায় রাজ রিপাকে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আদনান আল রাজিব।
রাজ রিপা অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ময়না’। এছাড়াও তার অভিনীত নির্মাণাধীন রয়েছে নামী হিট পরিচালক ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমাটি।
এনবিএস/ওডে/সি


