কানাডায় বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশী এনামুল কবির
এনামুল কবির বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ সংগীতশিল্পী এবং গিটারবাদক। তার হাত ধরে দেশে অনেক গিটারশিল্পী তৈরি হয়েছেন। পাঁচ দশক ধরে তিনি দেশের অন্যতম সেরা হাওয়াইয়ান গিটারিস্ট হিসেবে বিবেচিত হয়ে আসছেন। কানাডার প্রাদেশিক সংসদের সদস্যরা তাকে বিশেষ সম্মান জানিয়েছেন।
কানাডার অন্টারিওর প্রাদেশিক সংসদে বিরোধী দলীয় উপনেতা ডলি বেগম তাকে আমন্ত্রণ জানিয়ে কুইন্সপার্কে সংসদ অধিবেশনে নিয়ে যান। ডলি বেগম বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নির্বাচিত কানাডার জনপ্রতিনিধি।
অধিবেশন চলাকালে তাকে একজন ভিন্নধারার খ্যাতিমান ও বাংলাদেশের শীর্ষ গিটারশিল্পী হিসেবে অধিবেশনে উপস্থাপন করা হয়। সেখানে প্রাদেশিক সংসদের সদস্যরা এনামুল কবিরকে সম্মান জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন তার কন্যা রবীন্দ্রসংগীতশিল্পী নাহিদ কবির ও দৌহিত্র অংকিতা। শিল্পী এনামুল কবিরের মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী নাহিদ কবির টরন্টোয় থাকেন। ব্যক্তিগত সফরে সেখানেই গিয়েছিলেন তিনি।
শিল্পী এনামুল কবির বলেন, বিদেশের মাটিতে যে সম্মান পেলাম, তাতে আমি অভিভূত ও আবেগাপ্লুত। এনামুল কবিরের সংগীতের বিভিন্ন ঘরানার তার ৪০টির বেশি গিটার অ্যালবাম রয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক গান রয়েছে ১৭টি। যার একটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেরা ১১০ ভাষণ’ অ্যালবামে আবহ সংগীত হিসেবে ব্যবহৃত হয়েছে।
তা ছাড়া বর্তমানে সংসদ টিভিতে প্রতিদিন তার সংগীত ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ব্যবহৃত হয়।
এনবিএস/ওডে/সি