প্রার্থীতা ফিরে না পেলে হাইকোর্টে যাবার ঘোষণা হিরো আলমের

 নির্বাচন কমিশন আপিলে প্রার্থীতা ফিরিয়ে না দিলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিলেন হিরো আলম। মঙ্গলবার ( ১০ জানুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশনে এসে বগুড়া -৪ ও ৬ নং আসনের উপনির্বাচনে প্রার্থীতা বাতিল হওয়ায় আপিল করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন,  প্রার্থীতা ফিরে পেতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব। এর আগে সংসদীয় আসন দুটির প্রতিটিতে ন্যূনতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকায় গরমিলের কারণ দেখিয়ে রোববার দুপুরে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

প্রার্থীতা ফিরে পাওয়ার প্রত্যাশা প্রকাশ করে তিনি বলেন, কাগজপত্র প্রস্তুত করে আপিলের আবেদন করেছি । শক্তির বিরুদ্ধে এ যুদ্ধে বিজয়ী হবই ইনশা আল্লাহ।

দুইটি আসনে মনোনয়ন তোলার বিষয়ে তিনি বলেন, এই দুই আসনেই আমার জনপ্রিয়তা রয়েছে। ভোটারদের অনুরোধে এই দুই আসনে মনোনয়ন তুলেছি। তবে, অন্তত একটি আসনে প্রার্থী হতে পারলে জনগণের মনের আশা পূর্ণ হবে।

এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম।


যাচাই-বাছাইয়ের দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। ভোটের দিন দুপুরে তার ওপর হামলার ঘটনা ঘটলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন হিরো আলম।

এনবিএস/ওডে/সি

news