‘নাসেক নাসেক’ গায়ক অনিমেষ এবার গাইলেন চলচ্চিত্রের গান

 প্রথমবারের মতো চলচ্চিত্রের গান গেয়েছেন কোক স্টুডিওর অন্যতম গায়ক অনিমেষ রায়। ‘নাসেক নাসেক’ গান গেয়ে তিনি খ্যাতি অর্জন করেছেন। সোহেল রানা বয়াতির নির্মাণাধীন ‘নয়া মানুষ’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ‘সোনার মন’ শিরোনামের একটি গান গেয়েছেন এই তরুণ গায়ক। গীতিকবি সুজন হাজংয়ের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিমেষ রায় বলেছেন, আমি ভাগ্যবান যে শ্রদ্ধেয় ইমন ভাইয়ের সংগীত পরিচালনায় জীবনে প্রথম চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পেয়েছি। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়! গীতিকবি সুজন দাদা ও পরিচালক বয়াতি ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ।

গীতিকার সুজন হাজং বলেন, জীবন প্রবহমান নদীর মতো। জীবনের নানামুখী বাঁক আছে, প্রেম ও বিরহের আখ্যান আছে। ‘নয়া মানুষ’ সিনেমাটির গল্প চর অঞ্চলের মানুষের বেঁচে থাকার সংগ্রামকে ঘিরে। এ রকম একটি জীবনঘনিষ্ঠ সিনেমায় গান লিখতে পেরে আমি উচ্ছ্বসিত। পরিচালক বয়াতি জানান, অনিমেষ রয় ও সুজন হাজংয়ের সঙ্গে গানটি নিয়ে তিন বছর আগে থেকে পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, ইমন চৌধুরী আমাদের গর্ব, তাঁর সঙ্গে কাজ করতে পারা আনন্দের। পারিবারিকভাবে গানের সঙ্গে ছোটবেলা থেকেই আমি যুক্ত তাই গানের ক্ষেত্রে আলাদা আবেগ কাজ করে, গানসংশ্লিষ্ট সবাই সেই আবেগের সঙ্গে যুক্ত হয়ে খুবই আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন।

ইমন চৌধুরী বলেন, আমাদের দেশীয় চলচ্চিত্রের প্রতি আমার অন্য রকম ভালোবাসা কাজ করে। ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। চরাঞ্চলের মানুষের জীবনের সঙ্গে যে সুর জড়িয়ে আছে, সেই আবহ ধরেই গানটির আয়োজন করেছি। নির্মাতা সোহেল রানা বয়াতি জানান, গত বছরের অক্টোবরে চলচ্চিত্রের ৭০ ভাগ কাজ শেষ করেছেন তিনি।

তিনি বলেন, ইচ্ছা ছিল, পুরোটা একবারে শেষ করার, কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে ৩০ ভাগ কাজ আটকে যায়। খুব শিগগির আমরা বাকি চিত্রধারণের কাজ আবার শুরু করব। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে রাখছি, কারণ এ বছরই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই।

‘নয়া মানুষ’ সিনেমাটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। তিনি বলেন, নদীর যেমন এক কূল ভেঙে অন্য কূল গড়ে, তেমনি ভাসতে ভাসতে মানুষও এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কী রকম সংকট বা সমস্যার সৃষ্টি হয়, সেটা নিয়েই গল্প।

তিনি জানান, এর মধ্যেই প্রেম, প্রকৃতি, ভালোবাসা ও জীবনের নানা ঘাত প্রতিঘাত দেখানো হয়েছে।

এনবিএস/ওডে/সি

news