ভক্ত ও সহকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর

ঢাকাই সিনেমার নন্দিত এই অভিনেত্রী বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানেই ছেলেকে নিয়ে ঈদ উদযাপন করছেন তিনি। বাংলাদেশে মঙ্গলবার (০৩ মে) ঈদ হলেও অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন হচ্ছে সোমবার (০২ মে)। তাই দেশের অনুরাগীদের একদিন আগেই অগ্রিম ঈদে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফেসবুক 

ফেসবুকে শাবনূর বেশকিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ছেলে আইজান ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে তাকে। বিশেষ এই দিনে দেশে না থাকলেও দেশি সংস্কৃতি ভুলে যাননি তিনি। চাঁদ রাতের মেহেদি উৎসব ও শাড়ি পরে ঈদের আনন্দে মেতেছেন এই তারকা।

ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে শাবনূর লেখেন, ‘আজ মেহেদি নাইটে জানাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ’

প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়া থাকছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন এ অভিনেত্রী। তবে করোনার পরে তাকে আর দেশে ফিরতে দেখা যায়নি।

কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে বেশ সরব শাবনূর। অস্ট্রেলিয়ায় কাটানো নানা সময়ের ভিডিও ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করেন তিনি।

news