নিলামে প্রিন্সেস ডায়ানার নেকলেস কিনে নিলেন কিম কারডাশিয়ান
মৃত্যুর ২৫ বছর পরও প্রতিটি ফ্যাশন আলোচনার শীর্ষে থাকে প্রিন্সেস ডায়ানার নাম। কিছুদিন আগেই প্রিন্সেস ডায়ানার পরিহিত সরঞ্জাম নিলামে তুলেছিল মূল্যবান জিনিসপত্র বেচাকেনার প্রতিষ্ঠান ‘সথবিস’। সেই নিলাম থেকেই প্রিন্সেস ডায়ানার পরিহিত হীরার নেকলেস কিনে নিয়েছেন মার্কিন মডেল ও ইনফ্লুয়েন্সার কিম কারডাশিয়ান।
গত বুধবার লন্ডনের সথবিস হাউসে নেকলেসের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে ছিলেন চারজন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেকলেসটি নিজের করে নেন মার্কিন মডেল কিম কারডাশিয়ান। নিলামে ওঠার পাঁচ মিনিটের মধ্যেই নেকলেসটির দাম ওঠে ২ কোটি টাকায়। শেষ পর্যন্ত সবাইকে ছাড়িয়ে প্রায় ২ কোটি ১৫ লাখ টাকার বিনিময়ে নেকলেসটি কিনে নিয়েছেন কারডাশিয়ান।
১৯২০ সালে এই নেকলেসটি তৈরি করেছে ব্রিটিশ অলংকার নির্মাতা কোম্পানি ‘জারার্ড’। এই নেকলেস তৈরি করা হয়েছিল মূল্যবান পাথর নীলা ও হীরা দিয়ে। নেকলেসটিতে প্রায় ৫ দশমিক ২৫ ক্যারেট হীরা আছে বলে ধারণা করা হয়। আশির দশকে বেশ কয়েকবার প্রিন্সেস ডায়ানার নেকলেসটি পরেছিল। তবে তিনি এই নেকলেসের আসল মালিক ছিলেন না। আসল মালিক ছিলেন ফিলিস্তিনি ব্যবসায়ী নাইম আত্তাল্লাহ। আশির দশকে ব্রিটিশ অলংকার নির্মাতা কোম্পানি জারার্ডের কাছ থেকে নেকলেসটি তিনি কিনে নিয়েছিলেন।
নাইম আত্তাল্লাহ ছিলেন ব্রিটিশ বিলাসপণ্য নির্মাতা কোম্পানি ‘এসপ্রে’ এর প্রধান নির্বাহী। এ ছাড়া ‘দ্য ওম্যানস প্রেস’ নামের ব্রিটিশ প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতাও তিনি। সে সুবাদে প্রিন্সেস ডায়ানার সঙ্গে সুসম্পর্ক ছিল তার। আর সে সুসম্পর্কের খাতিরেই নেকলেসটি পরেন প্রিন্সেস ডায়ানা। তাকে বেশ কয়েকবার এই নেকলেস ধার দেন আত্তাল্লাহ। প্রিন্সেস ডায়ানা বাদে কখনো কারও গলায় শোভা পায়নি নেকলেসটি। এমনকি প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল নেকলেসটিকে।
এনবিএস/ওডে/সি


