সারোগেসির মাধ্যমে মা হওয়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা
২০২২ সালের জানুয়ারি মাসে মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে জন্ম হয় তাদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের। এরপর থেকেই এটি নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্কের। অনেকেই মন্তব্য করেছে, সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার থেকে মা না হওয়া অনেক ভালো ছিল। কিন্তু এত দিন এটি নিয়ে বিতর্কের কোন উত্তর দেননি প্রিয়াঙ্কা। মেয়ের জন্মের এক বছর পর তিনি প্রকাশ্যে এ বিষয়ে মুখ খুলেছেন।
বলিউড হাঙ্গামা ভোগের এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা খোলাখুলি জানিয়েছেন কেন তিনি ও তার স্বামী নিক তাদের একমাত্র মেয়ে মালতী মেরিকে পৃথিবীতে আনতে সারোগেসির সাহায্য নিয়েছিলেন।
প্রিয়াঙ্কা জানান, আমার কিছু শারীরিক জটিলতা ছিল। তাই এটি আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ ছিল। আমি খুবই কৃতজ্ঞ যে আমি এমন একটা পজিশনে আছি যেখানে এটা করা সম্ভব হয়েছে। নিজেদের সারোগেট সম্পর্কেও মুখ খোলেন প্রিয়াঙ্কা।
তিনি বলেন, আমাদের সারোগেট খুব উদার ছিল। তিনি দয়ালু, সুন্দর এবং মজার। দীর্ঘ ছয় মাস ধরে তিনি আমাদের জন্য এই মূল্যবান উপহারের যত্ন নিয়েছিলেন।
নির্ধারিত সময়ের অন্তত ৩ মাস আগেই জন্ম হয়েছিল নিক-প্রিয়াঙ্কার মেয়ের। ৩ মাস ধরে তাকে রাখা হয়েছিল লস অ্যাঞ্জেলসের লা জোলার রেডি চিলড্রেন হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। রোজ মেয়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যেতেন নিক ও প্রিয়াঙ্কা।
সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ওকে বুকের উপরে নিয়ে আমি আর নিক প্রতিটা রাত কাটিয়েছি। আমরা এটাও নিশ্চিত ছিলাম না যে আদৌ ওকে পাবো কিনা। একই সঙ্গে সেই সময় মার্কিন মুলুকে ছিল ওমিক্রনের তরঙ্গ। তার মাঝেই মেয়েকে আগলে রেখেছিলেন এই তারকা দম্পতি।
এনবিএস/ওডে/সি


