নিজেকে সার্কাসের বুড়ো হাতির সঙ্গে তুলনা করলেন জাহিদ হাসান

 নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের অভিনয়ের ক্যারিয়ার চার বছরের। এই চার বছরে বহুমাত্রিক চরিত্রে তিনি অভিনয় করেছেন। করেছেন সিনেমাও। শুধু অনুপস্থিত ছিল কেবল ওটিটি প্লাটফর্মে। এবার সেই শূন্যস্থানও পূরণ হচ্ছে তার। এ বছর ওটিটিতে অভিষেক হচ্ছে এই অভিনেতার।

ঠিক এই সময়ে ওটিটিতে যাত্রাটা কতটা সফলতা বয়ে আনবে সে চিন্তাই করছেন তিনি। তিনি বললেন, জানি না কী করতে পারবো। তবে আমার অবস্থা এখন সার্কাসের বুড়ো হাতির মতো।  

নির্মাতা তানিম নূর অভিনেতা আফরান নিশোকে নিয়ে বানিয়েছিলেন 'কাইজার' নামে একটি সিরিজ। এবার  ‘কাইজার লেভেল টু’ নামের সেই সিরিজটির দ্বিতীয় পর্বে অভিনয় করবেন জাহিদ হাসান।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে  হইচই-এর নতুন কনটেন্ট ঘোষণায় এমনটিই জানানো হয়। ঘোষণার সেই মঞ্চেই নিজেকে সার্কাসের বুড়ো হাতির সঙ্গে তুলনা দিলেন  জাহিদ হাসান। বললেন, সার্কাসের হাতি যখন বুড়ো হয়ে যায়, সে হাতির পারফর্মেন্স তো ভালো থাকে না। তাই সার্কাসের ম্যানেজারও তাকে খুব একটা আদর করে না। তখন সেই হাতিটাকে রাস্তায় ছেড়ে দেয়। রাস্তায় গাড়ি-মানুষ আটকায়, সালাম দেয় আর টাকা নেয়। এই হলো অবস্থা। আমার অবস্থা মোটামুটি ওই অবস্থায় গেছে কিনা, কে জানে!’

পরিচালক বলেন, ছোটবেলা থেকে যার অভিনয়ের ভক্ত আমি। আমি ছোটবেলায় যার অভিনয়ের ভক্ত ছিলাম, যার অভিনয় দেখে বড় হয়েছি, আমার ছোটবেলার হিরো আরকি; তার সঙ্গে এবার আমার কাজ করার সুযোগ হচ্ছে। সেজন্য আমি খুবই উচ্ছ্বসিত।

উল্লেখ্য, কাইজার’র প্রথম সিজনে অভিনয় করেছেন আফরান নিশো, রিকিতা নন্দিনী শিমু, মোস্তাফিজ নূর ইমরান, শতাব্দী ওয়াদুদ, আইশা খান, দ্বীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, সুমন আনোয়ার প্রমুখ।

এনবিএস/ওডে/সি

news